শুভব্রত মুখার্জি
আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফর্ম্যাটে হ্যাটট্রিকের ঘটনা বিরল নয়। প্রায়শই হয় স্পিনার না হয় পে𒆙সাররা হ্যাটট্রিক নিয়ে থাকেন। ক্র❀িকেটের মঞ্চে প্রতিদিন এই ঘটনা না ঘটলেও মাঝে মধ্যেই দেখা যায় এমন ঘটনা। প্রথম শ্রেণির ক্রিকেটেও হ্যাটট্রিক বিরল ঘটনা নয়।
তবে নিউজিল্যান্ডের পেসার মাইকেল রাই যা ঘটালেন বা করে দেখালেন, সেই ঘটনা ক্রিকেট ইতিহাসে বিরল। বলা ভালো সাম্প্রতিক অতীতে ক্রিকেটের রেকর্ড বুকে এমন উদাহরন খুজে পাওয়া মুশকিল। রাইয়ের তিন উইকেটের ক্ষেত্রে ভাগীদার বা বলা ভালো অংশীদার হয়েছেন একই ফিল্ডার ডেল 🃏ফিলিপস। ফলে এই দুই ক্রিকেটারের নাম উঠে গেছে রেকর্ড বুকে।
উল্লেখ্য নিউজিল্যান্ডের ঘর💎োয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে এই ঘটনা ঘটেছে। দুনেডিনের ইউনিভার্সিটি ওভালে ওটাগোর ২৫ বছর বয়সী পেসার রাই হ্যাটট্রিক করেন। তাঁর তিন শিকার হন উইকেটকিপার-ব্যাটসম্যান ডেন ক্লিভার, জস ক্লার্কসন ও ব্লেয়ার টিকনার। তিনজনই শর্ট লেগে ক্যাচ দিয়ে আউট হন। আর তিনজনের ক্যাঁচ ধরেছেন শর্ট লেগে দাঁড়িয়ে থাকা হেলমেট পরিহিত ফিলিপস।
২০১৮ সালে কাউন্টি ক্রিকেট🐼ে নটিংহ্যামশায়ারের বিপক্ষে সমারসেটের পেসার ক্রেইগ ওভারটনের টানা তিন বলে ক্যাচ নিয়েছিলেন মার্কাস ট্রেসকোথিক। ইংলিশ ক্রিকেটের ইতিহাসে সেটি ছিল ১০৪ বছরের মধ্যে প্রথম বোল্ডার-ফিল্ডার হ্যাটট্রিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।