প্রথম দু'টি টেস্টে পিচ থেকে মোটেও সাহায্য মেলেনি। ফলে চেষ্টা করেও পাকিস্তানকে তাদের ডেরায় পর্যুদস্ত করেত পারেনি অস্ট্রেলিয়া। তবে লাহোরে তুলনায় স্পোর্🐬টিং পিচ হাতে পেতেই পরিচিত আগ্রাসী ক্রিকেট খেলতে দেখা যায় অজিদের। প্যাট কামিন্সদের ডাকাবুকো মানসিকতার জন্যই অস্ট্রেলিয়া লাহোর টেস্টে লড়াকু জয় ছিনিয়ে নেয়।
প্রথম ইনিংসের নিরিখে ১২৩ রানের লিড ছিল অস্ট্রেলিয়ার হাতে। অজিরা নি🅺জেদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ৩ উইকেটে ২২৭ রান তুলে। সুতরাং, জয়ের জন্য শেষ ইনিংসে পাকিস্তানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৫১ রানের। চতুর্থ দিনের শেষে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৭৩ রান তুলেছিল।
সুতরাং ম্যাচের পঞ্চম তথা শেষ দিনে যে কোনও দলই জয়ের লক্ষ্যে পৌঁছতে পারত। পাকিস্তানের দরকার ছিল ২৭৮ রান। অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১০টি উইকেট। যদিও শেষ হাসি হাসে অস্ট্রেলিয়াই। তারা পাকিস্তানের শেষ ইনিংস গুটিয়ে দেয় ২৩৫ রানে। ১১৫ রানের ব্য꧙বধানে লাহোর টেস্টে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সেই সঙ🐟্গে তারা ৩ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে পকেটে পোরে।
শেষ ইনিংসে ক্যাপ্টেন বাবর পাকিস্তানের হাল ধরেছিলেন দীর্ঘ সময়। তবে ব্যক্তিগত ৫৫ রানের মাথায় তিনি ফিরতেই ভেঙে পড়ে পাকিস্তানের প্রতিরোধ। লিয়ঁর ঘূর্ণির সামনে পাক ব্যাটসম্যানদের মোটেও স্বচ্ছন্দ দেখায়নি। ইমাম উল হক ৭০, আব্দুল্লা ২৭, আজহার আলি ১৭, ফাওয়াদ আলম ১১, মহম্মদ রিজওয়ান ০, সাজিদ খান ২১, হাসান আলি ১৩, শাহিন আফ্রিদি ৫ ও নাসিম শাহ ১ রান করে আউট 🔯হন। ১ রানে অপরাজিত থাকেন নউমান আলি।
শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৮৩ রানে ৫ উইকেট নেন ন্যাথন লিয়ঁ। ২৩ রানে 🍷৩ উইকেট নেন প্যাট কামিন্স। ১টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা ꦜহয়েছেন কামিন্স। ৩ ম্যাচে ৪৯৬ রান সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন উসমান খোয়াজা।
সংক্ষিপ্ত স্কোর:-
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৯১ (খোয়াজা ৯১, গ্রিন ৭৯, ক্যারি ৬৭, স্মিথ ৫৯, আফ্রিদি ৭৯/৪, নাসিম ৫৮/৪)।
পাকিস্তান প্রথম ইনিংস: ২৬৮ (আব্দুল্লা ৮১, আজহার ৭৮, বাবর ৬৭, কামিন্স ৫৬/৫, স্টার্ক ৩৩/৪)।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২২৭/৩ ডিক্লেয়ার (খোয়াজা অপরাজিত ১০৪, ওয়ার্নার ৫১, নাসিম ২৩/১)।
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ২৩৫ (ইমাম ৭০, বাবর ৫৫, লিয়ঁ ৮৩/৫, কামিন্স ২৩/৩)।
ম্যাচের ফল: অস্ট্রেলিয়া ১১৫ রানে জয় তুলে নেয়।
সিরিজের ফল: অস্ট্রেলিয়া ৩ ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে পকেটে পোরে।
ম্যাচের সেরা: প্যাট কামিন্স।
সিরিজ সেরা: উসমান খোয়াজা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।