বাইশ গজে বড় ইতিহাস গড়ে ফেললেন শাদাব খান। প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ১০০ উইকেট শিকার করলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপ থেকে অল্পের জন্য রক্ষা পেল পাকিস্তান ক্রিকেট দল। সিরিজে পরপর দুই ম্যাচ হারার পর তৃতীয় ম্যাচে দারুণ♕ প্রত্যাবর্তন করেছিল পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬৬ রানে পরাজিত করে পাকিস্তান। পাকিস্তানের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অলরাউন্ডার শাদাব খান। এই ম্যাচের সেরা নির্বাচিত হন শাদাব খান। ১৭ বলে পাঁচটি চারের সাহায্যে ২৮ রানের ইনিংস খেলার পাশাপাশি তিনটি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছেন শাদাব। আফগানিস্তানের বিরুদ্ধে বাবর আজমের অনুপস্থিতিতে তত্ত্বাবধায়ক অধিনায়কের ভূমিকা পালন করছিলেন শাদাব খান।
আরও পড়ুন… বাসভবনে পড়ে🍌 গি🅠য়ে ICU-তে ভর্তি ভারতের প্রাক্তন ওপেনার সুধীর নায়েক
শাদাব খান ম্যাচে ইব্রাহিম জাদরান (৩), উসমান গনি (১৫) ও মুজিব উর রহমানের (০) উইকেট শিকার করেন। ১২তম ওভারের দ্বিতীয় বলে উসমানকে আউট করেন তিনি। শাদাবের বলে শফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন উসমান। সেই উইকেট নিতেই বাইশ গজে বড় ইতিহাস গড়েফেলেন শাদাব খান। আসলে, এটি ছিল তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ১০০তম উইকেট। প্রথম পাকিস্তানি বোলার হিসেবে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ১০০টি উই♏কেট নেওয়ার কীর্তি গড়ে ফেলেন তিনি। ৮৭তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এই রেকর্ড স্পর্শ করেছেন শাদাব খান। ২০১৭ সালের মার্চ মাসে এই ফর্ম্যাটে পাকিস্তানের হয়ে অভিষেক করেছিলেন শাদাব খান। মাত্র ছয় বছরের মধ্যেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ফর্ম্যাটে শততম উইকেট নিয়ে নজির গড়ে ফেললেন তিনি।
১০০ উইকেট শিকার করার সংখ্যা স্পর্শ করার পরেই শাদাব খানকে শুভেচ্ছা দিতে থাকেন অনেকেই। পাকিস্তানি ভক্তদের কাছ থেকে অনেক অভিনন্দন পেয়েছেন শাদাব। পাকিস্তান ক্রিকেটের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে শা𝓡দাব ২৪ বছর বয়সে যা করেছেন তা খুব কম খেলোয়াড়ই করতে সক্ষম হন। একই সময়ে, তৃতীয় টি-টোয়েন্টির পর শাদাব টুইটারে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্র🍸থম পাকিস্তানি পুরুষ ক্রিকেটার হিসেবে ১০০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক উইকেট নেওয়া একটি সম্মানের।’ তিনি আরও লেখেন, ‘আমরা সিরিজ জিততে পারিনি কিন্তু এই তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতের তারকা হয়ে উঠবেন এবং ইনশাআল্লাহ পাকিস্তানকে গর্বিত করবেন।’
আরও পড়ুন… অশ্লীল অডিও ক্লিপের জের, স্নেহ রানার কোচের বিরুদ্ধে করা হল PO𝄹CSO আইনের মামলা