শুভব্রত মুখার্জি: বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলেন ভারচের জম্মু কশ্মীরের ক্রিকেটার পারভেজ রসুল। নিলেন পাঁচটি উইকেটও। তার দুরন্ত পারফরম্যান্সে ভর করেই ম্যাচ জিতল শেখ জামাল ধানমুন্ডি। ম্যাচে হারের মুখ দেখতে হল আ෴বাহনী লিমিটেডকে। আবাহনীর বিপক্ষে ৫ উইকেটের দাপুটে জয়ে ঢাকা প্রিমিয়র লিগের (ডিপিএল) পয়েন্ট টেবিলের ꦚশীর্ষে উঠে এল শেখ জামাল ধানমুন্ডি ক্লাব।
শেখ জামালের পক্ষে পাঁচ উইকেট নিয়েছেন পারভেজ রসুল। আবাহনীর বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় শেখ জামাল। নঈম শেখকে এলবিডব্লিউ করে আবাহনীর উদ্বোধনী জুটি ভাঙেন পারভেজ রসুল। ১৪ বলে ৭ রান করেন নঈম। ওই ওভারে হনুমা বিহারিকেও আউট করেন পারভেজ। মুনিম শাহরিয়ারকে আউট করেন এই স্পিনার। ২৮ বলে ২৫ রান করেন মুনিম।পারভেজের স্পিনের জাদুতে তখন দিশেহারা অবস্🐷থা আবাহনীর। ৪৯ রানে তিন উইকেট হারিয়ে ধুকছিল আবাহনী। তৃতীয় উইকেটে মোসাদ্দেক হোসেন সৈকত ও জাকের আলি অনিক ২৯ রানের জুটি গড়েন। সানজামুল ইসলামের বলে ৩০ বলে ২২ রান করে মোসাদ্দেক আউট হলে ভাঙে এই জুটি। ফের বোলিংয়ে এসে আফিফ হোসেন ধ্রুবকে ফেরান পারভেজ। ৫ বলে ২ রান করেন আফিফ।ষষ্ঠ উইকেটে ৫৫ রানের জুটি গড়েন জাকের ও শামীম পাটোয়ারি❀। ৭৬ বলে ৩২ রানের ইনিংস খেলা জাকেরকে আউট করেন রবিউল ইসলাম রবি। সাইফউদ্দিন ১৭ বলে মাত্র ৫ করেই রান-আউট হন। আটটি বাউন্ডারি হাঁকিয়ে ৭২ বলে ৫১ রান করেন শামীম। আরাফাত সানিকে আউট করে আবাহনীর কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়ে নিজের পাঁচ উইকেট শিকার করেন পারভেজ। ১৭৭ রানে অল-আউট হয় আবাহনী।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ রান করে শেখ জামাল। ৩৫ বলে ২৪ রান করেন সাইফ হাসান। তাকে আউট করেন তানভীর। পরের ওভারেই অপর ওপেনার সৈকত আলিকে আউট করেন তানজিম হাসান সাকিব। তৃতীয় উᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚইকেটে ৪৪ রানের জুটি গড়েন জহুরুল ইসলাম ও ইমরুল কায়েস। জহুরুল ৩৯ বলে ২১ রান করেন আউট হন। ইমরুল কায়েস বিদায় করেন ৪৬ বলে ২৬ রান। ১০৩ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে কিছুটা সমস্যাতে পড়ে শেখ জামাল। বল হাতে দুরন্ত পারফরম্যান্স করা পারভেজ ব্যাট হাতে ব্যর্থ হন। ২৮ বলে ১০ রান করে আউট হন। ১৩৬ রানে পাঁচ উইকেট হারায় শেখ জামাল। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে শেখ জামালকে জয় এনে দেন রবি ও তাইবুর রহমান। অর্ধশতক করে অপরাজিত থাকেন রবি। ৮৮ বলে ৫৭ রান করেন তিনি। তাইবুর করেন ২৫ বলে ২০ রান।
∆ আবাহনী লিমিটেড :
১৭৭/১০ ( শামীম ৫১, পারভেজ ৫/২৯)
∆ শেখ জামাল ধানমুন্ডি ক্লাব :
১৮২/৫ (রবি ৫৭*, আফিফ ২/৩৮)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।