এশিয়া কাপ নিয়ে তুমুল জট ছিল। শেষ পর্যন্ত সব সমস্যা মিটিয়ে অবশেষে তাঁ𒁏র সূচিও ঘোষণা করা হয়েছে। এশিয়ার ছ'টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই ক্রিকেট টুর্নামেন্ট। সম্প্রতি এসিসি প্রধান এবং বিসিসিআই সচিব জয় শাহ ২০২৩ এশিয়া কাপের সূচি ঘোষণা করে দিয়েছে। এবার এটা নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। জয় শাহের আগেভাগে টুইটারে এশিয়া কাপের সূচি ঘোষণা করা নিয়ে তীব্র অসন্তুষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১৯ জুলাই লাহোরে এক অনুষ্ঠান ছিল, সেখানে এশিয়া কাপের সূচি ঘোষণা করতে চেয়েছিল আয়োজক পিসিবি। সূচি ঘোষণার সঙ্গে ট্রফি উন্মোচনও ছিল অনুষ্ঠানের অংশ। পিসিবির ম্যানেজমেন্ট কমিটিরಞ প্রধান জাকা আশরাফ ছাড়াও প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনুস, মহম্মদ🃏 হাফিজ, ওয়াহাব রিয়াজরা উপস্থিত ছিলেন সেখানে।
আরও পড়ুন: কী ভ🅺াবে গাইড করছেন রোহিত ভাইয়া, জুটির সাফল্যের রেসিপি🐟 ফাঁস করলেন যশস্বী
তবে জয় শাহের টুইটে পিসিবির সেই অনুষ্ঠানের ‘রোমাঞ্চ’ অনেকটাই নষ্ট হয়ে যায় বলে দাবি পাকিস্তান ক্রিকেট মহলের। লাহোরের অনুষ্ঠান শুরুর আধা ঘণ্টা আগেই টুইটারের ব্যক্তিগত প্রোফাইল থেকে এশিয়া কাপের সূচি প্রকাশ করেন 🦋জয় শাহ। তিনিই যে সূচি ঘোষণা করছেন, টুইটে সেটিও জানান জয় শাহ।
জয় শাহ এভাবে সূচি ঘোষণা করে দেওয়ায় নাকি বেশ অসন্তুষ্ট এবং হতাশ হয়েছে পিসিবি। সংবাদ সংস্থা পিটিআই-কে♚ পিসিবির এক সূত্র বলেছে, ‘লাহোরে অনুষ্ঠান শুরুর পাঁচ মিনিট পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূচি ঘোষণা করবে, তাদের সঙ্গে পিসিবির পরিষ্ক🎶ার বোঝাপড়া ছিল এমন। তবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠান শুরু হওয়ার প্রায় আধা ঘণ্টা আগেই দুর্ভাগ্যজনক ভাবে জয় শাহ সূচি ঘোষণা করে দেন।’
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচ দেখতে আমদাবাদের হাসপাতালে ভর্তি হওয়ার হꦐিড়িক
সেই সূত্রের মতে, জয় শাহর এমন সূচি ঘোষণা💎 করে দেওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে পিসিবির পূর্বপরিকল্পিত অনুষ্ঠানে। শেষ পর্যন্ত অনুষ্ঠানটি হলেও, তাৎপর্য হারিয়ে যায়। পিসিবি এ নিয়ে এসিসির কাছে নিজেদের অসন্তোষও জানিয়েছে। তবে এসিসি বলেছে, ভুল-বোঝাবুঝির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
এই ব্যাপারে সে সূত্রটি বলেছে, ‘এসিসির ব্যাখ্যায় সময় পার্থক্যের কারণে ভুল–ব🐭োঝাবুঝি হয়েছে, এমন বলা হয়েছে। তবে ভারত পাকিস্তানꦬের চেয়ে সময়ের হিসেবে আধা ঘণ্টা এগিয়ে, ফলে জয় শাহর ঘোষণা ছিল বিস্ময়কর।’
🌜পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে ভারত 💙রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে দুই দেশে হচ্ছে এবারের এশিয়া কাপ। আয়োজক পাকিস্তানে হবে চারটি ম্যাচ, ফাইনাল সহ বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।