শুভব্রত মুখার্জি: শুক্রবার ২০২৪ প্রো কবাডি লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল পুনেরি পল্টন এবং হরিয়ানা স্টিলার্স। ফাইনালে অন🐬বদ্য পারফরম্যান্স করলেন পুনেরি পল্টনের 'রেডাররা'। দাঁড়াতেই পারল না হরিয়ানা। ম্যাচে মাঝেমধ্যে তারা কামব্যাক করলেও গোটা ম্যাচে আধিপত্য রেখেই ফাইনালে চ্যাম্পিয়ন হল পুনেরি পল্টন। ফ্র্যাঞ্চাইজি ইতিহাসে তারা তাদের প্রথম প্রো কবাডি লিগ ট্রফি জিতে নিল। ২০২৩-২৪ মরশুমে অন্যতম শক্তিশালী দল ছিল হরিয়ানার। তাদের বিরুদ্ধে এদিন ফাইনালে পুনেরি পল্টন ২৮-২৫ ফলে ফাইনালে জয় নিশ্চিত করল। ম্যাচে অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করেছিলেন বিশেষজ্ঞরা। তবে বাস্তবে তা হয়নি।
আরও পড়ুন… আসন্ন লোকসভা নির্বাচনে কি লড়বেন যুবরাজ সিং? সব🌠 জল্পনা থেকে পর্দা তুল💞লেন সিক্সার কিং
এদিন পুনেরি পল্টন শুরুটা বেশ ভা♏লোভাবেই করে। ডিফেন্ডার সঙ্কেত সাওয়ান্তের করা ট্যাকেলে তাদের প্রথম পয়েন্ট পায় পুনেরি পল্টন। এরপর ডু অর ডাই রেডে পুনেরির মোহিত গয়াত দলের হয়ে আরো একটি পয়েন্ট নিশ্চিত করেন। এইভাবে যখন পুনেরি ম্যাচে এগিয়ে যাচ্ছিল। সেই সময়ে ম্যাচে কামব্যাক করে হরিয়ানা। তারা ম্যাচের ফল ৩-২ করে। এরপর হরিয়ানা লড়াই জারি রাখলে ও ম্যাচে ১৩-৭ ফলে এগিয়ে যায় পুনেরি পল্টন। হরিয়ানা ফের কামব্যাক করে ১৩-১০ করে স্কোর।
লড়াই জারি রাখে হরিয়ানা দলের রেডাররা। স্কোর দাঁড়ায় ২৫-১৯। ঘড়িতে তখন ম্যাচ শেষ হতে বাকি মাত্র এক মিনিট বাকি। পুনেরি পল্টন এগিয়ে ২৮-২১ ফলে। তখন হঠাৎ করেই দুটি পয়েন্ট ছিনিয়ে নিয়ে ম্যাচ জমিয়ে দেয় হরিয়ানা। স্কোর দাঁড়ায় ২৮-২৩।এরপর পুনেরি পল্টনের ডিফেন্সের ভুলে আরো দুই পয়েন্ট পায় হরিয়ানা। ম্যাচে টানটান উত্তেজনার মধ্যে স্কোর দাঁড়ায় ২৮-২৫।শেষ পর্যন্ত ওই ❀স্কোরেই চ্যাম্পিয়ন হয়ে যায় পুনেরি পল্টন। এই মরশুমে লিগ পর্যায়ে ও সেরা দল ছিল পুনেরি পল্টন। গ্রুপ পর্যায়ে তারা মোটে একটি ম্যাচ হেরেছিল।
পুনেরি পল্টনের বিসি রমেশের এটি তৃতীয় ট্রফি। বাংলার হেড কোচ হয়ে এবং পুনের সহকারী কোচ হয়ে এর আগে তিনি এই ট্রফি জিতেছিলেন। অন্যদিকে ইরানের🍷 ডিফেন্ডার মহম্মদরেজা ܫসাদলুই মাত্র এক পয়েন্টের জন্য পয়েন্টের শতরান করতে পারেননি। সবমিলিয়ে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার এক সুন্দর মিশ্রণ ঘটিয়েই এবারের প্রো কবাডি লিগে বাজিমাত করল পুনেরি পল্টন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।