শুভব্রত মুখার্জি: চলতি ডেনমার্ক ওপেনের শুরুꦍটা ভাল হল ভারতীয় শাটলারদের জন্য। প্রথম রাউন্ডে প্রথম🦩 ম্যাচ জিতলেন পিভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্ত, সমীর বর্মারা। অলিম্পিক্সের জোড়া পদকজয়ী সিন্ধু বিরতির পরে ফিরেই তাঁর প্রথম ম্যাচে তুরস্কের নেসলিহান ইগিটকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন।
সিন্ধুর তাঁর ম্যাচটি জিততে সময় লাগল মাত্র ৩০ মিনিট। বিশ্ব ক্রমতালিকায় ২৯তম স্থানে থাকা ♓ইগিটকে হারালেন ২১-১২, ২১-১০ ফলে। ম্যাচটি জিতে বিডব্লুএফ বিশ্ব ট্যুর সুপার ১০০০ টুর্নামেন্টটির দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলেন তিনি। উল্লেখ্য সিন্ধু উবের কাপ এবং সুদিরম্যান কাপ থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তাঁর পরবর্তী প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ডের বুসানান অঙ্গবামরুঙ্গফান।
২০১৭ সালের ডেনমার্ক ওপেনের চ্যাম্পিয়ান কিদম্বি শ্রীকান্ত স্বদেশীয় বি সাই প্রণীতকে হারান ২১-১৪, ২১-১১ ফলে। মাত্র ৩০ মিনিটেই ম্যাচটি জিতে যান শ্রীকান্ত। অপর ভারতীয় সমীর বর্মা হারালেন থাইল্যান্ডের কুনলাভূত ভিতিদসার্নকে। ২১-১৭,২১-১৪ ফলে ম্যাচটি জেতেন তিনি। মাত্র ৪২ মিনিটেই ম্যাচটি জিতে যান সমীর। শ্রীকান্তের পরবর😼্তী রাউন্ডের প্রতিপক্ষ বিশ্ব ক্রমতালিকায় ১ নম্বরে থাকা জাপানের কেন্টো মোমোতার। স꧒মীরের পরবর্তী রাউন্ডের সম্ভাব্য প্রতিপক্ষ বিশ্ব ক্রমতালিকায় ৩ নম্বরে থাকা অ্যান্ডার্স অ্যান্টনসেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।