করোনা-কালে ফুটবল মহলে ফ♔ের শোকের ছায়া নেমে এল। মাত্র ৩৬ বছর বয়সেই প্রয়াত হলেন কলকাতার দুই প্রধানে খেলা ফুটবলার রাহুল কুমার। তিনি ইউনাইটেড স্পোর্টসেও খেলেছেন। জানা গিয়েছে, তাঁর লিভার ক্যান্সার হয়েছিল। দীর্ঘদিন এই রোগের সঙ্গে লড়াই করেই শেষ রক্ষা করতে পারেননি। আবার অনেকেই বলছেন, সম্প্রꦜতি তিনি করোনাতেও আক্রান্ত হয়েছিলেন।
পঞ্জাবের চণ্ডীগড়💝 থেকে কলকাতায় এসে নিজের আলাদা পরিচিতি🔯 তৈরি করেছিলেন পাইট ব্যাকে খেলা এই ডিফেন্ডার। মোহনবাাগান, মহমেডানে একটা সময়ে চুটিয়ে ফুটবল খেলেছেন। ইউনাইটেড স্পোর্টসের হয়েও তিনি ফুটবল খেলেছেন। তখন অবশ্য চিরাগ ইউনাইটেড নাম ছিল ইউনাইটেড স্পোর্টসের। পরে সাদার্ন সমিতির জার্সিতেও তাঁকে খেলতে দেখা গিয়েছে। সালগাওকার, চার্চিল ব্রাদার্সের আইলিগ দলেও ছিলেন রাহুল। ২০১৭ সালে চার্চিল হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন। তাঁর আকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ফুটবল মহলে।
করোনা আবহে একের পর এক দুঃসংবাদ খবরের কাগেজর শিরোনামে জায়গা করে নিচ্ছে। অগণিত মানুষ বিনা চিকিৎসায় ম𝔍ারা যাচ্ছেন। চিকিৎসা পেয়েও শেষ রক্ষা হচ্ছে না অনেকের। আসলে করোনার দ্বিতীয় ডেউ আছড়ে পড়াতেই ভারত জুড়ে এখন শুধুই হারানোর হাহাকার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।