চলতি রঞ্জি ট্রফির শুরু থেকেই দাপুটে ক্রিকেট উপহার দিচ্ছে বাংলা। ঘরের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে জয় দিয়ে রঞ্জি অভিযান♊ শুরু করেন মনোজ তিওয়ারিরা। সেই ধারা বজায় থাকে হরিয়ানার বিরুদ্ধে ষষ্ঠ ম্যাচেও। ৬টি ম্যাচের মধ্যে চারটিতে সরসারি জয় তুলে নেয় বাংলা, যাঁর মধ্যে ২টি ম্য়াচ ইনিংসের ব্যবধানে জিতে বোনাস পয়েন্টও সংগ্রহ করে নেন তিওয়ারিরা। ২টি ম্য়াচ ড্র হলেও প্রথম ইনিংসের নিরিখে এগিয়ে থেকে ৩ পয়েন্ট করে পকেটে পোরে বা🌟ংলা।
গ্রুপ লিগের এক ম্যাচ বাকি থাকতেই নকಌ-আউটের টিকিট নিশ্চিত করে ফেলে বাংলা। ওড়িশার বিরুদ্ধে শেষ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, গ্রুপের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত মনোজদের। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার🅘্টার ফাইনালে উঠতে চলেছে বাংলা।
রোহতকে হরিয়ানাকে এক ইনিংস ও ৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলা পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করে। অপরাজিত থেকে গ্রুপ লিগের বাধা টপকালেও সাবধানী বাংলা কোচ লক্ষ্মীরতন শুক্লা। দলের দুর্দ🅘ান্ত জয়ের পরেও সতর্ক শোনাল এলআর-কে। হরিয়ানাকে হারিয়ে উঠে তিনি স্পষ্ট জানালেন যে, আত্মতুষ্টির কোনও অবকাশ নেই বাংলা দলে।
লক্ষ্মী বলেন, ‘দারুণ জয় সন্দেহ নেই, তবে আমাদের এখনও অনেক দূরে যেতে হবে। আত্মতুষ্টিরꦺ কোনও জায়গা নেই। উচ্ছ্বাসে ভাসার অবকাশ নেই। আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং দল হিসেবে একজোট হয়ে লড়তে হবে।’
উলꦬ্লখ্য, হিমাচলের বিরুদ্ধে বাংলা টস হেরে শুরুতে ব্যাট করতে নামে। অনুষ্টুপ মজুমদারের দুর্দান্ত শতরানের সুবাদে বাংলা প্রথম ইনিংসে ৪১৯ রান তোলে। অনুষ্টুপ দলের হয়ে সব থেকে বেশি ১৪৫ রান সংগ্রহ করেন। এছাড়া অভিমন্যু ঈশ্বরন ৫৭, করণ লাল ২০, সুদীপ ঘরামি ১০, মনোজ তিওয়ারি ১, শুভঙ্কর বল ৩০, অভিষেক পোড়েল ৪৯, প্রদীপ্ত প্রামাণিক ৩৭, আকাশ দীপ ২২, মুকেশ কুমার ১৭ ও ইশান পোড়েল ১৪ রান করেন। হার্ষাল প্যাটেল ৪টি ও অজিত চাহাল ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানা প্রথম ইনিংসে ১৬৩ রানে অল-আউট হয়ে যায়। ৭০ রান কไরেন সুমিত কুমার। আকাশ দীপ ৫টি, ইশান পোড়েল ২টি এবং মুকেশ 🌳কুমার ও প্রদীপ্ত প্রামাণিক ১টি করে উইকেট নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।