৮ ওভার বল করে ৬টি মেডেন-সহ মাত্র ২ রানের বিনিময়ে ৪টি উইকেট। যে কোনও পর্যায়ের ক্রিকেট ম্যাচে এটুকু পারফর্ম্যান্স উপহার দিতে পারলেই যে কোনও ক্রিকেটারের কাছে যথেষ্ট বলে মনে হওয়া স্বাভাবিক। তবে এইটুকুতেই সন্তুষ্ট নন তরুবর কোহলি। মিজোরামের ক্যাপ্টেন অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে এমন অনবদ্য বোলিং করার পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত🌱 ডাবল সেঞ্চুরি করেন।
লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে টস ✤জিতে অরুণাচলকে শুরুতে ব্যাট করতে পাঠায় মিজোরাম। প্রথম ইনিংসে অরুণাচলপ্রদেশ অল-আউট হয়ে যায় মাত্র ৬৩ রানে। কুমার নিয়ম্পু ২৪ ও কামশা ☂১৭ রান করেন। কোহলি ও রালতে ৪টি করে উইকেট নেন।
বাংলা বনাম হিমাচলপ্রদেশ রꦆঞ্জি ম্যাচের দ্বিতীয় দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
পালটা ব্যাট করতে নেমে মিজোরাম প্রথম দিনের খেলা শেষ করে ৫ উইকেটে ১৯১ রান তুলে। ব্যক্তিগত ৯০ রানে অপরাজিত থাকেন কোহলি। দ্ব🦂িতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে মিজোরাম তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৩৮ রানে। কোহলি ৩০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯৭ বলে ২০৩ রান করে আউট হন।
তরুবরকে প্রথম ইনিংসে যোগ্য সঙ্গত করেন বাংলা ছেড়ে মিজোরামে যোগ দেওয়া উইকেটকিপার-ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী। তিনি ৫টি বাউন্ডারির𒅌 সাহায্যে ৬১ বল🐟ে ৫০ রান করে আউট হন। এছাড়া ২৮ রান করেন জেহু অ্যান্ডারসন।
অরুণাচলের হয়ে ৭৫ রান খরচ করে⛎ ৪টি উইকেট নেন নাবাম আবো। ১১৪ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন ইয়াব নিয়া। প্রথম ইনিংসের নিরিখে ২৭৫ রানের বিশাল লিড পেয়ে যায় মিজোরাম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।