গতবারের চ্যাম্পিয়ন ভারতের কাছে সেমিফাইনালে হেরে গেল অস্ট্রেলিয়া।
রোড সেফটি সিরিজের সেমিফাইনালে রুদ্ধশ্বাস জয় ইন্ডꦉিয়া লেজেন্ডসের। প্রথমে ব্যাট করে ১৭২ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছিল অস্ট্রেলিয়া। নমন ওঝা অপরাজিত ৯০ রান এবং ইরফান পাঠানের ১২ বলে অপরাজিত ৩৯ রানের সৌজন্যে পাঁচ উইকেটে জিতলেন সচিন তেন্ডুলকররা। উঠে গেলেন ফাইনালে।
29 Sep 2022, 05:22 PM IST
১২ বলে ৩৯ রান ইরফানের! অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে সচিন
ছক্কা মেরে ইন্ডিয়া লেজেন্ডসকে জেতালেন ইরফান পাঠান। ১২ বলে ৩৯ রানে অপরাজি𝕴ত থাকলেন। ৬২ বলে ৯০ রানে অপরাজিত থাকলেন নমন ওঝা। পাঁচ উইকেটে অস্ট্রেলিয়া লেজেন্ডসকে হারিয়ে ফাইনালে উঠল ইন্ডিয়া লেজেন্ডস।
29 Sep 2022, 05:17 PM IST
১৯ তম ওভারে উঠল ২১ রান
൩১৯ তম ওভারে উঠল ২১ রান। তিন ছক্কা মারলেন ইরফান পাঠান। এবার ম্যাচ ভারতের হাতের মুঠো। তিন চাই আর ভারতের।
29 Sep 2022, 05:15 PM IST
১৮ তম ওভারে উঠল ১২ রান
১৮ তম ওভারে ইন্ডিয়া লেজেন্ডসে🍰র ১২ রান উঠল। ৫৯ বলে ৮৮ রানে অপরাজিত নমন ওঝা। ১৮ ওভারে স্কোর পাঁচ উইকেটে ১৪৮ রান।
29 Sep 2022, 05:07 PM IST
৩ ওভারে চাই ৩৬ রান
তিন ওভারে ৩৬ রান বাকি ইন্ডিয়া লেজেন্ডসের। ১৭ তম ওভারে উঠল൩ ১০ রান। ১৭ ওভারে স্কোর পাঁচ উইকেটে ১৩৬ রান।
29 Sep 2022, 05:03 PM IST
আউট হয়ে গেলেন ইউসুফ পাঠান
আউট হয়ে গেলেন ইউসুফ পাঠান। তিন বলে এক রানে আউট হয়ে গেলেন। ১৬ তম ওভারে মাত্র চার রান উঠল। চার ওভারে ইন্ডিয়া লেজেন্ডস𒆙ের চাই ৪৬ রান।
29 Sep 2022, 04:55 PM IST
পাঁচ ওভারে দরকার ৫০
আউট বিনি। মারতে গিলে লং অনে ক্যাচ আউট হলেন বিনি। ম্যাকগেনের বলে হোয়াইটের হাতে ক্যাচ দিয়ে স𒅌াজঘরে ফিরল😼েন তিনি। ভারতীয় লেজেন্ডস ১২২-৪। ওঝা নট আউট ৭৭ রানে, অন্যদিকে নতুন ব্যাটার ইউসুফ।
29 Sep 2022, 04:48 PM IST
যুবি আউট
মারতে গিয়ে আউট যুবি। ভারত তিন উইকেট খুই🎐য়ে ১১৫। ৪০ বলে ৫৭ করতে হবে ভারতীয় লেজেন্ডদের।
29 Sep 2022, 04:48 PM IST
ঝোড়ো হাফ সেঞ্চুরি ওঝার
স্পিনারদের দুর🏅মুষ করে হাফ সেঞ্চুরি করলেন নমন ওঝা। অনবদ্য ফুটওয়ার্ক, ক্লিন হিট করছেন তিনি। ১২ ওভার শেষে ১০১-২, ৪২ বলে ৬৪ করে নট আউট নমন ওঝা।
29 Sep 2022, 04:36 PM IST
১০ ওভারে ৭৭-২
ক্রেজার ওভার থেকে এল ১৩। লোপ্পা বলগুলিকে মনে𓆏র সুখে পেটালেন নমন ও যুবি। শেষ ১০ ওভারে জিততে ৯৫ রান লাগবে ভারতের। ৩৪ বলে ৪৮ রানে নট আউট নমন। ভারতীয় লেজেন্ডদের জিততে হলে তাঁর শেষ অবধি থাকা খুবই প্রয়োজনীয়।
29 Sep 2022, 04:27 PM IST
আউট রায়না
৮ বলে ১১ করে ছক্কা মারতে গিয়ে আউট হলেন সুরেশ রায়না। জেসন ক্রেজার বলে লং অফের ওপর দিয়ে মারতে যান রায়না, কিন্তু বাউন্ডারিতে সহজ ক্যাচ নেন ফা🦩র্গুসন। আট ওভারে ভারতীয় লেজেন্ডসরা ৫৪-২। মারছেন নমন ওঝা।
29 Sep 2022, 04:16 PM IST
আউট সচিন
রিয়ার্ডনের লেগের ওপর সোজা বলকে ফাইন লেগের দিকে ঠেলতে গিয়ে আউট হলেন সচিন। শাফল করে জায়গা করে আধুনিক ক্রিকেটারদের মতো মারতে গিয়ে মাত্র দশ রানেই শেষ হল সচিনের ইনিংস। পেসারদের প্যাডেল সুইপ করতে গিয়েছিলেন তিনি কিন্তু𒐪 ব্যর্থ হলেন। ৬ ওভার শেষে ৪৫-১, ক্রিজে রায়না ও ওঝা।
29 Sep 2022, 04:12 PM IST
জীবনদান পেলেন নমন
ব্রেট লি -র বলে চালালেন নমন। মিড অফে ঝাঁপিয়েও উইকেট নিতে পারলেন না পরিবর্ত ফিল্ডার। পাঁচ ﷺওভার শেষে ৩৮-০। ব্রেট লি-র অফের বাইরে বলে আপার কাট মারলেন সচিন ২০০৩ বিশ্বকাপের স্মৃতি উসকে।
29 Sep 2022, 04:10 PM IST
হাত খুললেন নমন
ন্যানেসের দ্বিতীয় ওভꦺারে দুটি চার ও একটি ছক্কার সহযোগে এল ১৬ রান। অন্যদিকে 🃏দুই ওভারে মাত্র ছয় রান দিয়ে ভারতের চাপ বাড়াচ্ছেন ব্রেট লি।
29 Sep 2022, 04:00 PM IST
অপর দিকে ডার্ক ন্যানেস
অনেকটা পেস হারিয়েছেন ন্যানেস। দেখতে হবে সেই বিষাক্ত সুইংটি এখনও ত🐼াঁর হাতে আছে কিনা। লেগဣে বল করলেন, পরপর দুটি চার মারলেন নমন। দুই ওভার শেষে ১৪-০
29 Sep 2022, 03:53 PM IST
বোলিং শুরু ব্রেট লি-র
সামনে নমন ওঝা। আগের𓃲 থেকে পেস হয়তো কিছুটা কমেছে কিন্তু হাতে সেই সুইং এখনও আছে যা অতীতে বহু প্লেয়ারকে ভুগিয়েছে। পরপর দুটি বলে বিট করলেন সচিনকে। তারপরেই এল ট্🔯রেডমার্ক ব্যাকফুট পাঞ্চে চার। এক ওভার শেষে ৫-০।
29 Sep 2022, 03:50 PM IST
শেষ তিন ওভারে উঠল ৩৫
হাত চালিয়ে মূলত ক্🅷যামেরন হোয়াইটের দৌলতে ১৭১ করল অজিরা। অজিদের হয়ে ওয়াটসন ৩০, ডুলান ৩৫ এবং ডাঙ্ক সর্বোচ্চ ৪৬ করেন। হোয়াইটও করেন ৩০ অপরাজিত। ভারতীয় লেজেন্ডদের হয়ে মিঠুন দুটি, ইউসুফ দুটি ও রাহুল শর্মা একটি উইকেট নেন।🐲 ওভার পিছু সবচেয়ে কম রান খেয়ে বল করেছেন মিঠুন ও রাহুল।
29 Sep 2022, 03:42 PM IST
২০ ওভারে ১৭১-৫
শেষ ওভারে রাজেশ পাওয়ারকে মেরে ১৪ তুললেন অজিরা। ১৮ বলে ৩০ 💯রান করে অপরাজিত হোয়াইট, ৮ বলে ১২ করেন হ্যাডিন।
29 Sep 2022, 03:39 PM IST
নির্ধারিত সময়ে খেলা শুরু হয়েছে
ক্রিজে আছেন ক্যামেরন হোয়াইট ও ব্র্যাড হ্যাডিন। ১৯ ওভার🙈 শেষে ১৫৭-৫। মাঠে তেমন লোক নেই, দিনের বেলায় খেলা হওয়ার ফলে। আর একটা ওভার বাকি, দেখা যাক কত করতে পারে অজিরা।
28 Sep 2022, 11:02 PM IST
আজকে আর খেলা হবে না
বৃষ্টির জন্য🐻 আজ আর খেলা হবে না। কাল দুপুর সাড়ে তিনটে থেকে আবার খেলা শুরু হবে।
28 Sep 2022, 09:40 PM IST
বৃষ্টি শুরু হয়ে গিয়েছে
ঝিরিঝিরি বৃষ্টি তো আগেই হচ্ছিল, এবার বেশ ভারী বৃষ্টি শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে মাঠ ছাড়লেন ♉প্লেয়াররা। শেষ অবধি কত ওভারের ম্যাচ হয়ে সেটাই দেখার। শুরুতে ওয়াটসন ৩০ ও ডোলান ৩৫ভালো ভিত গড়ে দেন। তারপর ডাঙ্ক করেছেন ৪৬। কিন্তু বাকিরা সস্তায় আউট হয়েছেন। ভারতকে ম্যাচে ফিরিয়েছেন স্পিনাররা। ইউসুফ মার খেলেও দুটি উইকেট নিয়েছেন (৩৬ রানে)। রাহুল শর্মা একটি উইকেট নিয়েছেন। পনেরো রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন মিঠুন। আগেই অনেকটা সময় বৃষ্টির জন্য নষ্ট হয়েছে, তাই খুব সম্ভবত এবার কম ওভারের খেলা হবে।
28 Sep 2022, 09:39 PM IST
আউট ডাঙ্ক
২৬ বলে ৪৬ রান করার পর আউট হলেন বেন ডাঙ্ক। তবে এটি যতটা না অভিমন্যু মিঠুনের উই🐲কেট, তার থেকে বেশি সুরেশ রায়নার উইকেট। নিজের ক্রিকেটিং জীবনের ঝলক দেখিয়ে অসামান্য ডাইভ꧅ দিয়ে ক্যাচ নিলেন তিনি। ১৭ ওভার শেষে অজি লেজেন্ডরা ১৩৬-৫।
28 Sep 2022, 09:30 PM IST
চতুর্থ উইকেটের পতন
আট বলে পাঁচ রান করে আউট হলেন ন্যাথান রিয়ারডন। লিডিং এজ লেগে বল উপরে চলে যায়। কিপার ও বোলার দুজনেই ক্যাচটি ধরতে যান। দুজনের ধাক্কা লাগলেও ক্যাচ ছাড়েননি নমন ওঝা। উইকেট পেলেও এই ঘটনায় ক্ষুব্ধ অ♍ভিম🐠ন্যু মিঠুন। ১৫.২ ওভারে অজিরা ১২৮-৪। এখনও পর্যন্ত ১১ ওভার স্পিন করিয়েছেন সচিন। তার মধ্যে আছে রায়নার ওভারও। সচিন কি হাত ঘোরাবেন, সেই দিকে নজর থাকবে।
28 Sep 2022, 09:19 PM IST
দশ রান করে আউট ফার্গুসন
১৩ ওভার শেষে ১০৫-৩। ১০ রান 🔯করে আউট হলেন ক্যালাম ফার্গুসন। ইউসুফকে মারতে গিয়ে মিসটাইম করে সচিনের হাতে ক্যাচ দিয়ে তিনি 🌳ফিরলেন। ভালো ফর্মে আছেন ডাঙ্ক।
28 Sep 2022, 09:07 PM IST
আউট ডুলান
৩১ বলে ৩৫ রান করে আউট অ্যালক্স 🧸ডুলান। অজিরা ৭৮-২। ইউসুফ পাঠানের বলে মারতে গিয়ে নমন ওঝার হাতে স্টাম্প হলেন তিনি।
28 Sep 2022, 09:04 PM IST
ক্যাচ পড়ল ডাঙ্কের
রাহুল শর্মার বলে আন্ডার এ𝔍জ, কিন্তু ক্যাচ ধরতে পারলেন না নমন ওঝা। ৮ ওভার শেষে ৬৬-১
28 Sep 2022, 08:53 PM IST
আউট ওয়াটসন
২১ বলে ৩০ রান করে আউট ওয়াটসনꦆ। চা পানের বিরতির ঠ෴িক বাদে লেগে বল ঘোরাতে গিয়ে লিডিং এজ লাগল তাঁর। রাহুল শর্মার বলে ক্যাচ নিতে ভুল করেননি রায়না। অজিরা ৬০-১
28 Sep 2022, 08:48 PM IST
৬ ওভার শেষে ৫৪-০
১০টি চার এখনও পর্যন্ত 𝕴মেরেছেন অজিরা। একমাত্র সুযোগ এসেছিল রাহুল শর্মার বলে। ক্যাচ ছাড়েন রাজেশ পাওয়ার, জীবনদান পান ডুলান।
28 Sep 2022, 08:30 PM IST
ভালো শুরু অজিদের
তিন ওভার শেষে ২৭-০। ১৭ রানে নট আউট ওয়াটসন, নয় রান করেছেন ডুলান। 🍷;
28 Sep 2022, 08:30 PM IST
স্টাম্প হতে হতে বাঁচলেন ওয়াটসন
প্রথম ওভারেই স্টাম্প হয়ে যাচ্ছিলেন ওয়াটসন। রাজেশ পাওয়ারের🌄 বলে নিমেষে বেল উড়িয়ে দিয়েছেন নমন ওঝা। তবে আউট হয়নি। মোক্ষম মুহূর্তে পা ঢুকিয়ে নিয়েছিলেন ওয়াটসন।
28 Sep 2022, 08:30 PM IST
দুই দলের একাদশ
28 Sep 2022, 08:30 PM IST
টসে জিতে বোলিং সচিনের
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত ভারতের। চারটি বদল এসেছে দলে। অন্যদিক𓂃ে অজিরা 🎉একটি বদল এনেছেন।
28 Sep 2022, 07:48 PM IST
টস হতে দেরি
বৃষ্টির জন্য টসে দেরি। ৭.৪৫-এ টস হওয়ার কথা।
28 Sep 2022, 07:15 PM IST
আজও বৃষ্টি হবে কি
এর মধ্যে অনেকগুলি ম্যাচে বৃষ্টিত𝓀ে ভ🔯েস্তে গেছে। আজও রায়পুুরে বৃষ্টি হবে, এই আশঙ্কা থেকেই যায়। সকালে বৃষ্টি হচ্ছিল বলে জানা গিয়েছে।
28 Sep 2022, 07:11 PM IST
শেষ চারে কারা-
গ্রুপ লিগের পর শেষ চারে এসেছে শ্রীলঙ্ক🥃া, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।
28 Sep 2022, 07:05 PM IST
ফেভারিট ভারত
গ্রুপ লিগে চারটি ম্যাচ খেলে দুটি জিতেছিল ভারতীয় লেজেন্ডসরা। দুটি ম্যাচ বৃষ👍্টির জন্য হয়নি। অন্যদিকে অজিরা প্রথম তিনটি ম্যাচ জিতলেও শেষ ম্যাচে হারে। রায়পুরে বলাই ভালো ঘরের মাটিতে এগিয়ে ভারত। তবে কড়া লড়াই করবে অজিরা।