নিছক মজার ছলে অনুরাগীদের দিকে একটꦉি প্রশ্ন ছুঁড়লেন সচিন তেন্ডুলকর। যার উত্তর খুঁজতে গিয়ে মাথার চুল ছিঁড়তে হতে পারে সমর্থকদের। আসলে তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় এমন দু'টি ছবি পোস্ট করেন, যা অত্যন্ত দুর্লভ ও ক্রিকেটপ্রেমীদের কাছে সোনার থেকেও দামি মনে হতে পারে। এক ফ্রেমে এত মহাতারকা আগে কখনও দেখা গিয়েছে কিনা সন্দেহ।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেওয়া প্⛄রাক্তন তারকাদের সঙ্গে বিমানে বসা দু'টি ছবি টুইটারে ও ইনস্টগ্রামে পোস্ট করেন সচিন। ছবিতে তেন্ডুলকরের পাশেই রয়েছেন যুবরাজ সিং। এক ফ্রেমে ব্রেট লি, শেন ওয়াটসꦆ-সহ আটটি দলের প্রায় সব ক্রিকেটারদের দেখা যাচ্ছে।
স🎀চিন ক্যাপশনে লেখেন, ‘আপনারা কি বলতে পারবেন, এই ছবিগুলিতে সম্মিলিতভাবে কত আন্তর্🎶জাতিক রান ও উইকেট রয়েছে?'
আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের একারই প্রায় ৩৫ হাজার রান রয়েছে। সুতরাং, এত সব মহাতারকাদের সম্মিলিত আন্তর্জাতিক রান ও উইকেট সংখ্যা কত হতে পারে, তা ভাবলেই গায়ে কাঁটা দেওয়া স্বাভꦍাবিক।
উল্লেখ্য, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইন্ডিয়া লেজেন্ডস দলকে নেতৃত্ব দিচ্ছেন সচিন। ইন্ডিয়া লেজন্ডস দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, যুবরাজ সিং, সুরেশ রায়না, স্টুয়ার্ট বিনি, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, নমন ওঝা, প্রজ্ঞান ওঝা, রা﷽হুল শর্মার মতো প্রাক্তন তারকারা।
চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের উদ্বোধনী ম্যাচে ইন্ডিয়া লেজেন্ডস দল বড় ব্যবধানে পরাজিত করে জন্টি রোডসের নেতত্বাধীন সাউথ আফ্রিকা লেজেন্ডস দলকে। টুর্নাম🌳েন্টের দ্বিতীয় ম্যাচে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ লেজেন্💜ডস দলের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল সচিনদের। তবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় উভয় দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়।
ইন্ডিয়া, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া এবার রোড সেফটি ওয়ারꦡ্ল্ড সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড লেজে𝔉ন্ডস দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।