ডিআরএস নিয়ে মাঠের মধ্যেই দীনেশ কার্তিকের থুতনি টিপে ধরলেন রোহিত শর্মা। যে ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। মজ🎃া করে নেটিজেনদের টিপ্পনি, আর একটু হলেই চুমু হয়ে যেত তো।
মঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়া দুর্দান্ত শুরু করার পর ১২ তম ওভারে ভারতকে খেলায় ফিরিয়ে আনেন উমেশ যাদব। ওই ওভারের শেষ বলে গ্লেন ম্যাক্সওয়েলকে শর্ট বল করেন ভারতীয় পেসার। পয়েন্টের উপর দিয়ে 'থাপ্পড়' মারতে যান ম্যাক্সওয়েল। কিন্তু তা হয়নি। বরং উইকেটের পিছনে বল ধরেন কার্তিক। অনফিল্ড আউট না দেওয়ায় কার্তিকের কথায় রোহিত ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেন। তাতে দেখা যায়, ব্যাটে লেগেছে বল। আউট হয়ে যান ম্যাক্সওয়েল।
আরও পড়ুন: IND vs AUS: গ্রিন-ওয়েডের জোড়া ফলায় বিদ্ধ রোহিতর🔜া, ক্যাচ 🐼ছেড়ে ম্যাচ হারল ভারত
তবে সেইসব ছাপিয়ে ভাইরাল হয়ে যায় রোহিত এবং কার্তিকের কীর্তি। মজা করে কার্তিকের থুতনি চেপে ধরেন ভারতীয় অধিনায়ক। ভিডিয়োয় দেখা গিয়েছে, ডিআরএসের সময় দাঁড়িয়ে আছেন রোহিত, উমেশ, কার্তিক এবং সূর্যকুমার যাদব। উত্তেজিতভাবে কার্তিকের উদ্দেশ্যে কিছু বলছেন কার্তিক। তা শুনে হেসে গড়িয়ে পড়ছেন কার্তিক। তারপর কার্তিক কিছু বলতে থা💎কেন। তখন কার্তিকের থুতনি চেপে ধরেন রোহিত🤡। যে ঘটনার ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
অনেকে অভিযোগ করেন, কার্তিককে শারীরিকভাবে হেনস্থা করছেন রোহিত।ꦦ ভারতীয় অধিনায়কের এটা কী ধরণের আচরণ? একজন লেখেন, ‘(ডিআরএ) নিয়ে দীনেশ কার্তিককে হুমকি দিচ্ছেন রোহিত শর্মা। লজ্জাজনক।’ অনেকে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুর দিকের একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করতে থাকেন, কার্তিককে গালিগালাজ করেছেন রোহিত।
আরও পড়ুন: IND vs AUS T20I: জঘন্য ডেথ বোলিং থেকে বাজে ফিল্ডিং - কোন কোন কারণে অস্ট্রেল💛িয়ার কাছে হারল ভারত?
যদিও অধিকাংশ নেটিজেন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, কার্﷽তিক এবং রোহিতের রসায়ন এতটাই ভালো যে দু'জনে স্রেফ মজা করছিলেন। মজার ছলেই কার্তিকের থুতনি ধরেছিলে✅ন রোহিত। একজন তো রোহিত-কার্তিকের ভিডিয়ো শেয়ার করে বলেন, ‘এটা কীভাবে চুমুতে গড়াল না?’ এক নেটিজেন বলেন, 'মাঠে রোহিত শর্মা এবং দীনেশ কার্তিকের ব্রোম্যান্স।' অনেকে আবার একধাপ এগিয়ে দুই ভারতীয় তারকার ছবি পোস্ট করে লেখেন, ‘এটাই ইউটিউবের থাম্বনেল হিসেবে ব্যবহার করা হবে। তারপর বলা হবে যে কার্তিককে খুন করতে গিয়েছিলেন রোহিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।