দক্ষিণ আফ্রিকা টোয়েন্টি লিগের সেমিফাইনালে ফ্যাফ ডু'প্লেসির জোবার্গ সুপার কিংসকে ১৪ রানে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পাকা করল এডেন মার্করামের সানরাইজার্স ইস্টার্ন কেপ। দক্ষিণ আফ্রিকা টোয়েন্টি লিগে প্রোটিয়া ক্যাপিটলসের পরে ফাইনালে উঠল সানরাইজার্স ইস্টার্ন কেপ। শনিবার ১১ ফেব্রুয়ারি, জোহানেসবার্গের ওয়ান্ডার স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এ দিনের ম্যাচের কথা বললে, এদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ছিল জোবার্গ সুপার কিংস। সেঞ🎀্চুরিয়ানের সুপারস্প꧂োর্ট পার্কে ব্যাট করতে নেমে ফ্যাফ ডু'প্লেসির সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন এডেন মার্করাম।
আরও পড়ুন… MIE vs DC ILT20 Eliminator: এমিরেটের ফ্লেচার-পুরানের ঝড়ে উড়ে 🅠গেল পাঠান-উথাপ্পাদের দুবাই
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১০ রানের মাথায় সানরাইজার্স ইস্টার্ন কেপের দুই উইকেট পড়ে গেলেও ইনিংসের হাল ধরেন জর্ডন হার্মান ও সানরাইজার্সের ক্যাপ্টেন মার্করাম। ৯৯ রানের জুটি গড়েন তাঁরা। ৩৬ বলে ৪৮ রানের ইনিংস খেল𝄹েন জর্ডন। এরপরে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে এরপরে চলে মার্করামের ব্যাটিং ঝড়। ৫৮ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত উইলিয়ামসের বলে ফ্যাফ ডু'প্লেসির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। মার্করাম ছাড়া ত্রিস্তান স্টাব ১১ বলে ২০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন জর্ডন কক্স ও মার্কো জানসেন ৫ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২১৩ রান তোলে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এদিন সানরাইজার্স ইস্টার্ন কেপের চারটি উইকেট শিকার করেছিলেন লিজাড উইলিয়ামস।
আরও পড়ুন… নাগপুরের পিচ༒ অস্ট্রেলিয়ানদের ‘চুপকি’ দিয়েছে! পিটার হ্যান্ডসকম্বের স্বীকারোক্তি
বড় রানের লক্ষ্য তাড়া কর❀তে নেমে প্রথম থেকেই হোঁচট খেতে থাকে জোবার্গ সুপার কিংস। শূন্য রান করেই সাজঘরে ফেরেন ফ্যাফ ডু'প্লেসি। মাগালার বলে হার্মানের হাতে ক্যাচ দিয়ে খাতা না খুলেই গ্লোডেন ডাক হন তিনি। এরপরেই লেউস দু প্লুই শূন্য রান করে আউট হন। তবে রিজা হেন্ডরিকꦐ ম্যাচ জেতানোর একটি ইনিংস খেলেছিলেন। মাত্র ৫৪ বলে ৯৬ রান করে ম্যাচটিকে রুদ্ধশ্বাস করে তুলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বাজি জেতে সানরাইজার্স। রিজার হেন্ডরিকের সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছিলেন রোমারিও শেফার্ড। তিনি ১৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। তবে এর মাঝে ম্যাথু ওয়েড ১৮ বলে ১৯ রানের ইনিংস খেলেন ও ডোনাভোন ফেরেইরা ৯ বলে ২০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ১৪ রানে জয়ী হয় সানরাইজার্স ইস্টার্ন কেপ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। 🍨এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/27🎃7p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।