চলতি উইম্বলডনের মিক্সড ডাবলস থেকে বি𒅌দায় নিলেন সানিয়া মির্জা ও রোহন বোপান্না। টুর্নামেন্টে ভারতীয়দের অভিযান শেষ হ✨ল।
বুধবার মিক্সড ডাবলসের প্রি-কোয়ার্টার ফাইনালে সানিয়া-বোপান্না জুটি কোর্টে নামেন স্লোভেনিয়ার আন্দ্রেজা ক্লেপাক ও নেদারল্যান্ডসের জিন-জুলিয়ান রজার🎐ের বিরুদ্ধে। তিন সেটের উত্তেজ🍸ক লড়াইয়ে শেষমেশ হার মানতে হয় ভারতীয় জুটিকে।
প্রথম সেট ৩-৬ ব্যবধানে হেরে যান সানিয়া-বোপান্না। দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিয়🔜ে নিয়ে ম্যাচে সমতা ফেরান সানিয়ারা। নির্নায়ক সেটে ৯-১১ ব্যবধানে হারতে হয় বোপান্নাদের। ২ ঘণ্টা ৭ মিনিট লড়াই চালিয়ে টুর্নামেনജ্টের চতুর্দশ বাছাই জুটির কাছে হারতে হয় অবাছাই ভারতীয় জুটিকে।
উল্লেখ্য, সানিয়ারা প্রথম রাউন্ডে হারিয়ে দেন ভারতের রামানাথন ও অঙ্কিতা ꦯরায়না 🔥জুটিকে। দ্বিতীয় রাউন্ডে সানিয়া-বোপান্না পরাজিত করেন ব্রিটেনের ম্যাকহিউ-এমিলি জুটিকে।
মেনস ডাবলস থেকে বোপান্না෴-দ্বিবিজ শরন জুটি আগেই বিদায় নিয়🙈েছিলেন। মিক্সড ডাবলসে হেরেছেন দ্বিবিজও। লেডিজ ডাবলস থেকে ছিটকে গিয়েছেন সানিয়া। সুতরাং, এবারের মতো উইম্বলডনে ভারতের অভিযান শেষ হয় মিক্সড ডাবলসে সানিয়া-বোপান্নার পরাজয়ের সঙ্গে সঙ্গেই। উল্লেখ্য, অলিম্পিকের আগে এটিই সানিয়ার শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ছিল। অলিম্পিকে অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বেঁধে ওমেনস ডাবলসে অংশ নেবেন সানিয়া মির্জা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।