বাংলা নিউজ > ময়দান > Sania Mirza Australian Open 2023: বিদায় টেনিস ‘কুইন’, সবকিছুর জন্য ধন্যবাদ - কাব্যিক শেষ হল না সানিয়ার কেরিয়ারে
Sania Mirza Australian Open 2023: বিদায় টেনিস ‘কুইন’, সবকিছুর জন্য ধন্যবাদ - কাব্যিক শেষ হল না সানিয়ার কেরিয়ারে
4 মিনিটে পড়ুন Updated: 27 Jan 2023, 08:22 AM ISTAyan Das
Sania Mirza & Rohan Bopanna Aus Open Final Highlights: অস্ট্রেলিয়া ওপেনের সানিয়া মির্জার শেষ পেশাদার টেনিস ম্যাচের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
Sania Mirza & Rohan Bopanna Australia Open Final Highlights: শেষটা কাব্য𓃲িক না হল না সানিয়া মির্জার। অস্ট্রেলিয়া ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে হেরে গেলেন ভারতীয় টেনিসের ‘কুইন’। অস্🌠ট্রেলিয়া ওপেনের সেই ম্যাচের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
সানিয়া মির্জা কথা শুরুর আগেই তুমুল হর্ষধ্বনি রড লেভার এরিনায়। সানিয়া বলেন, ‘আমি যদি কাঁদি, তাহলে সেটা কষ্টের কান্না হব꧂ে না। সেটা আনন্দাশ্রু হবে। আগে থেকেই সতর্কীকরণ দিয়ে রাখছি। তবে এই মুহূর্তটা আমি ব্রাজিলের জুটির থেকে কাড়তে চাই না। তোমরা দারুণ খেলেছ। আমি আরও কয়েকটি টুর্নামেন্ট খেলতে চাইছিলাম (কেঁদে ফেলেন সানিয়া)। আমার পেশাদার কেরিয়ার শুরু হয়েছিল মেলবোর্নে। যখন ২০০৫ সালে সেরেনা উইলিয়ামসের বিরুদ্🌱ধে তৃতীয় রাউন্ডে নেমেছিলাম।’
27 Jan 2023, 08:11 AM IST
হৃদয়ভঙ্গ! কেরিয়ারের কাব্যিক শেষ হল না সানিয়ার, হার ফাইনালে
কাব্যিক শেষ হল না সানিয়া মির্জার🙈। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে হেরে গেলেন সানিয়ারা। খেলার ফল ৬-৭ (২-৭), ১-৬।
সার্ভি♍স ধরে রাখলেন রোহন বোপান্না। ৪০-০ পয়েন্ট হয়ে গিয়েছিল। সেখান থেকে দুটি পয়েন্টে হার সানিয়াদের। শেষপর্যন্ত সার্ভিস ধরে রাখল ভারতীয় জুটি। মির্জা/বোপান্না ২🐽-৪ স্টেফানি/মাতোস।
27 Jan 2023, 07:57 AM IST
প্রবল চাপে সানিয়ারা
সুযোগ আসছে। কিন্তু কাজে লাগাতে পারছেন না সানিয়া মির্জারা। দ্বিতীয় সেটের পঞ্চম গেমে ৪০-৪০ ছিল। সার্ভিস ব🌃্রেকের সুযোগ ছিল। কিন্তু হল না। মির্জা/বোপান্না ১-৪ স্টেফানি/মাতোস।
চলতি ম্যাচে প্রথম ১১ টি গেমের একটিতেও সার্ভিস হোল্ড করতে পারেননি স্টেফানি। দ্বাদশ গেমে সেটাই করলেন। ৪০-৪০ অবস্থায় সেকেন্ড সার্ভেܫ পয়েন্ট জিতে নিলেন। টাইব্রেকারে গড়াল প্রথম সেট। মির্জা/বোপান্না ৬-৬ স্টেফানি/মাতো।
27 Jan 2023, 07:30 AM IST
সেট পয়েন্ট সানিয়াদের
প্রথম সেটের দ্বাদশ গেম। ম্যাচে টিক💖ে থাকতে ব্রাজিলীয় জুটিকে জিততে হবে। ৪০-৪০। সেট পয়েন্ট ♒সানিয়াদের।
27 Jan 2023, 07:26 AM IST
গুরুত্বপূর্ণ গেমে সার্ভিস হোল্ড সানিয়ার
একাদশতম গেম। ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ গেম। সেই গুরুত্বপূর্ণ গেমে সার্ভিস হোল্ড সানিয়া মির্জার। ওই গেম একটা সময় ৪০-৪০ হয়ে গিয়েছিল। তারপর জিতে গিয়েছেন সানিয়ারা। আপাতত অন-গেম চলছে। মির্জা/বোপান্না ৬-৫ স্টেফানি/মাতোস (সার্ভিস করবেন এܫবার)।
27 Jan 2023, 07:23 AM IST
একনজরে সানিয়ার কেরিয়ার
WTA ডাবলস ℱখেতাব: ৪৩। গ্র্যা🤡ন্ডস্ল্যাম ডাবলস খেতাব: ৩। গ্র্যান্ডস্ল্যাম মিক্সড ডাবলস খেতাব: ৩। ডাবলসে এক নম্বর হয়েছিলেন।
27 Jan 2023, 07:21 AM IST
সার্ভিস হোল্ড রাফায়েলের
রাফায়েল হোল্ড করলেন সার্ভিস। প্রথম সেটে পিছিয়ে পড়লেও আবার খেলায় ফিরল ব্রাজিলে🌸র জুটি। মির্জা/বোপান্না ৫-৫ স্টেফানি/মাতোস।
27 Jan 2023, 07:17 AM IST
ফের সার্ভিস খোয়ালেন বোপান্না, বড় সুযোগ হাতছাড়া
বড় সুযোগ হাতছাড়া সানিয়া মির্জাদের। প্রথম সেটের জন্য সার্ভ করছিলেন বোপান্না। কিন্তু সার্ভিস ধরে রাখতে ব্যর্থ। নিজেদের সার্ভিস ব্রেক হওয়ার পরেই সানিয়াদের সার্ভিস ﷺব্রেক স্টেফানিদের। মির্জা/বোপান্না ৫-৪ স্টেফানি/মাতোস (সার্ভ করবে)।
ষষ্ঠ গেমে পঞ্চম পয়েন্টের জღন্য হা-হুতাশ করবেন রোহন বোপান্না। ৩০-৩০ অবস্থায় একটা সোজা পয়েন্ট মিস করলেন। ৪০-৩০ পয়েন্টে এগিয়ে গেল ব্র🅷াজিলের জুটি। ৪০-৪০ করলেও শেষপর্যন্ত টানা দুটি গেম ব্রেক করতে পারলেন না সানিয়া। সার্ভিস হোল্ড রাফায়েলের। মির্জা/বোপান্না ৩-৩ স্টেফানি/মাতোস।
27 Jan 2023, 07:01 AM IST
টানা ৩ গেম জয়, ফাইনালে কামব্যাক সানিয়াদের
ও হো!!!! একেই বলে আত্মবিশ্বাস। সার্ভিস ব্রেকের পরই দুরন্ত ছন্দে রোহন বোপান্না। সꦦার্ভিসে নিজের ছন্দ ফিরে পেলেন। পঞ্চম গেমে ব্রাজিলের জুটিকে এক পয়েন্টও জিততে হবে। টানা তিনটি গেম জিতল ভারতীয় জুটি। মির্জা/বোপান্না ৩-২ স্টেফানি/মাতোস।