পৃথ্বী শ'কে হামলার মামলায় স্বপ্না গিল-সহ চারজনের জামিন মঞ্জুর করল মুম্বইয়ের আদালত। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়ে💟ন্সার তথা ভোজপুরি অভিনেত্রী স্বপ্না ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে পৃথ্বীকে উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় স্বপ্না, তাঁর বন্ধু শোভিত ঠাকুর-সহ আটজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা 𒁏হয়েছে।
সোমবার আদালতে পেশ করা হলে তদন্তের জন্য স্বপ্না এবং তাঁর সঙ্গীদের আরও তিনদিন নিজেদের পুলিশি হেফাজতে চাওয়া হয়। পুলিশের তরফে সওয়াল করা হয়, ঘটনার দিন যে বেসবল ব্যাট ব্যবহার ꧃করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে, সেই বেসবল ব্যাট এবং গাড়ি এখনও উদ্ধার করা যায়নি।পালটা স্বপ্নার বিরুদ্ধে যে তোলাবাজির ধারা চাপানো হয়েছে, তার বিরোধিতা করেন ভোজℱপুরি অভিনেত্রীর আইনজীবী আলি কাশিফ খান।
দু'পক্ষের সওয়াল-জবাবের পর স্বপ্নাদের জামিনের আর্জি খারিজ করে দেয় আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্ট। বরং স্বপ্না এবং তিন সঙ্গীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। যদিও তারপরে জামি𝓀নের আর্জি দায়ের করেন স্বপ্নার আইনজীবী। তিনি দাবি করেন, স্বপ্নার ভিত্তিতে যে সব অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। সেই আর্জির ভিত্তিতে স্বপ্নাদের জামিনের আর্জি মঞ্জুর করেছে আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্ট।
বিষয়টি নিয়ে স্বপ্নার আইনজীবী বলেন, 'আরও তিনদিনের হেফাজতের জন্য আর্জি জানিয়েছিল পুলিশ। কিন্তু ম্যাজিস্ট্রেট বুঝতে পারেন যে পুরো মামলায় একাধিক গলদ আছে। তাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিলের জামিনের আর্জি মঞ্জুর হয়েছে।' সেইসঙ্গে তিনি জানান, আজ ভারতীয় ক্❀রিকেটার পৃথ্বীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা, ৫০৯ ধারা, ৩৫১ ধারা, ৩২৪ ধারা, ৩২৩ ধারা এবং অন্যান্য ধারায় মামলা ꦯরুজু করা হয়েছে।
ঠিক কী হয়েছিল?
পৃথ্বীদের অভিযোগপত্র অনুযায়ী, বন্ধুদের সঙ্গে🐻 সান্তাক্রুজের একটি পাঁচতারা হোটেলে নৈশভোজ করতে গিয়েছিলেন পৃথ্বী। সেইসময় অচেনা ব্যক্তি তাঁদের টেবিলে চলে আসেন এবং সেলফির জন্য জোরাজুরি করতে শুরু করেন। প্রাথমিকভাবে দু'জনের সঙ্গে সেলফি তোলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। কিন্তু কিছুক্ষণ পরে🅰 সেখানে ফিরে আসেন ওই দলের একাধিক সদস্য। তাঁরা ফের সেলফি তোলার দাবি করতে থাকেন। তাতে এবার সেলফি তুলতে অস্বীকার করেন পৃথ্বী। তিনি বলেন যে বন্ধুদের সঙ্গে খেতে এসেছেন। তাই বারবার কেউ বিব্রত করুক, সেটা মোটেও চান না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।