মাত্র দু'দিনের ব্যবধানে টি-২💯০ ক্রিকেটে ২টি অবিশ্বাস্য নজির গড়ল থাইল্যান্ডের মহিলা ক্রিকেট দল। সোমবার মাত্র ৪ বলে টไি-২০ ম্যাচ জয়ের চমকে দেওয়া রেকর্ড গড়ে তারা। বৃহস্পতিবার শুরুতে ব্যাট করে সব থেকে কম রান তুলে মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়েন চাইওয়াইরা।
গত ১ মে ফিলিপিনসের বিরুদ্ধে সাউথ-ইস্ট এশিয়ান গেমস উইমেন্স টি-২০ ক্রিকেট কম্পিটিশনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে থাইল্যান্ড। প্রথমে ব্যাট করতে নামা ফিলিপিনসকে ১১.১ ওভারে মাত্র ৯ রানে অল-আউট করে দেয় থাইল্য✱ান্ড। ফিলিপিনসের ৭ জন ব্যাটার খাতা খুলতে পারেননি। শূন্য রানে ৩ উইকেট নেন কামচোমফু। ৩ রানে ৪ꦏ উইকেট নেন থিপাতচা।
জবাবে ব্যাট করতে নেমে থাইল্যান্ডের মহিলা ক♈্রিকেট দল মাত্র ৪ বলে ১০ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ ১১৬ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জেতে থাইল্যান্ড।
৪ মে অর্থাৎ বৃহস্পতিꩵবার টুর্নামেন্টে থাইল্যান্ডের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার মহিলা ক্রিকেট দল। শুরুতে ব্যাট করে থাইল্যান্ড কোনও রকমে ৫০ টপকে অল-আউট হয়ে যায়। ১৮.৩ ওভারে তারা ৫৩ রান তুলতেই সব উইকেট হারিয়ে বসে। চানথাম ১৩, নানাপত ১২ ও চাইওয়াই ১১ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ৯ রꦗানে ৩ উইকেট দখল করেন মালয়েশিয়ার উইনিফ্রেড।
উল্লেখযো🦋গ্য বিষয় হল, এত কম রানের পুঁজি নিয়েও ম্যাচ জেতে থাইল্যান্ড। পালটা ব্যাট করতে নামা মালয়েশিয়াকে ১৫.৩ ওভারে মাত্র ৪১ রানে অল-আউট করে দেয় তারা। এলসা হান্টার মালয়েশিয়ার হয়ে সব থেকে বেশি ১৯ রান করেন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।
৩ রানে ৩টি উইকেট🌱 নেন থিপাতচা। ১২ রানে ২টি উইকেট দখল করেন বুচাথাম। ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে থাইল্যান্ড। তারা আপাতত ২ ম্যাচে ৪ পয়েন্🌜ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।