প্রথম ভারতীয় হিসেবে চলতি শুটিং বিশ্বকাপে পদক জিতলেন দিব্যাংশ সিং পানওয়ার। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্রোঞ্জ মেডেল গলায় ঝোলান ভারতীয় তারকা💎। বিশ্বকাপের এটিই ছিল প্রথম মেডেল রাউন্ড।
শুক্রবার ৬০ শটের যোগ্যতা অ𒉰র্জন পর্বে অলিম্পিকের টিকিট আদায় করা দিব্যাংশ ৬২৯.১ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে থাকেন এবং ফাইনাল রাউন্ডের ছাড়পত্র আদায় করে নেন। এই ইভেন্টে আরও এক ভারতীয় শুটার অর্জুন বাবুতা যোগ্যত🧸া অর্জন পর্বে ৬৩১.৮ পয়েন্ট স্কোর করেন এবং তিন নম্বরে থেকে ফাইনালে ওঠেন।
মেডেল রাউন্ডে পানওয়ার ২২৮.১ পয়েন্ট স্কোর করে তিন নম্বরে শেষ করেন এবং ব্রোঞ্জ পদক জিতে নেন। অর্জুন ১৮৫.৫ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চ🧔ম স্থানে থেকে ইভেন্ট শে⛎ষ করেন।
আমে🉐রিকার লুকাস কোজেনিস্কাই ২৪৯.৮ পয়েন্ট স্কোর নিয়ে গোল্ড মেডেল গলায় ঝোলান। ইস্তভান পেনি ২৪৯.৭ স্কোর কর🀅ে রুপোর পদক জেতেন।
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে টোকিওর টিকিট পাওয়া বিশ্বের চার নম্বর তারকা অঞ্জুম মুদগিল একমাত্র ভারতীয় হিসেꦆবে প্রতিনিধিত্ব করবেন। যোগ্যতা অর্জন পর্বে তিনি ৬২৯.৬ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।