মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট থেকে চলতি শুটিং বিশ্বকাপের প্রথম সোনা জিতল ভারত। শুধু সোনাই নয়,▨ একই ইভেন্টের রুপোর পজকও গলায় ঝুলিয়েছেন এক ভারতীয় তারকা। অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেেন🃏 ভারতেরই আরও এক শুটার। সব মিলিয়ে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতীয়দের এতকরফা দাপট দেখা যায়।
ফাইনালে ২৩৮.৮ স্কোর করে সꦬোনা জেতেন যশশ্বিনী দেসওয়াল। মনু ভাকের রুপো জেতেন ২৩৬.৭ স্কোর করে। বেলারুশের ভিক্টোরিয়া শাইকা ২১৬.৯ স্কো💛র করে ব্রোঞ্জ পদকের দখল নেন। ৮ জনের ফাইনালে ১৯৩.৫ পয়েন্ট স্কোর করে চতুর্থ হন ভারতের শ্রী নিবেতা।
দিনের শুরুতে যোগ্যতা অর্জন পর্বেও দেসওয়াল এক নম্বরে থাকেন। তাঁর স্কোর ছিল ৫৭৯। মনু ভাকের ৫৭৭ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় স্থানে ছিলেন। নিবেতা ৫৭৪ স্কোর করে তার নম🍎্বরে ছিলেন।
তার আগে প্রথম ভারতীয় হিসেবে চলতি শুটিং বিশ্বকাপে পদক জেতেন দিব্যাংশ সিং পানওয়ার। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্রোঞ্জ মেডেল গলায় ঝোলান তিনি। মেডেল রাউন্ডে পানওয়ার ২২৮.১ ಞপয়েন্ট স্কোর করে তিন🍰 নম্বরে শেষ করেন এবং ব্রোঞ্জ পদক জিতে নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।