মার্নাস ল্যাবুশান ও স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরির যথাযোগ্য পালটা দিচ্ছেন দীনেশ চণ্ডীমলরা। গলের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসকে টপকে বড় রান꧒ের লিড নেওয়ার পথে এগচ্ছে শ্রীলঙ্কা।
অস্ট্রেলিয়ার ৩৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা🔯 দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৮৪ রান তুলেছিল। তার পর থেকে খেলতে নেমে শ্রীলঙ্কা তৃতীয় দিনের খেলা শেষ করে প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ৪৩১ রান তুলে। সুতরাং সিংহলিদের হাতে ইতিমধ্যেই লিড রয়েছে ৬৭ রা🧔নের। বাকি চার উইকেটে শ্রীলঙ্কা সেই ব্যবধান আরও কিছুটা বাড়িয়ে নেবে নিশ্চিত।
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচের লাইভ আপডেটে চোখ 💃রাখতে ক্লিক করুন
শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত শতরান করেন চণ্ডীমল। তিনি ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩২ বলে ১১৮ রান করে অপরাজিত রয়েছেন। এছাড়া হাফ-সেঞ্চুরি করে আউট হন দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো🍨 ম্যাথিউজ ও কামিন্দু মেন্ডিস। করুণারত্নে ৮৬, কুশল ৮৫, ম্যাথিউজ ৫২ ও কামিন্দু ৬১ রান করে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন:- জন্ম💝ের পরেই বাবা-মাকে হারাচ্ছিলেন! ৭৩ বছরের জন্মদিনে জানুন গাভাসকরের অজানা গল্প
অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত প্রথম ইনিংসে ২টি করে উইকেট নেন 🍸মিচেল স্টার্ক, ন্যাথন লিয়ঁ ও মিচেল সোয়েপসন। উইকেট পাননি কামিন্স।▨ তার আগে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে মার্নাস ল্যাবুশান ১০৪ ও স্টিভ স্মিথ অপরাজিত ১৪৫ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।