দীর্ঘদিন পর ব্যাট হাতে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঠে ফিরেই বুঝিয়ে দিলেন, অস্ত্র চালানো ভোলেননি তিনি। কামব্যাকে দুরন্ত হাফ-সেঞ্চুরি করলে🐷ন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। যদিও দলকে জেতাতে পারেলন না বিসিসিআই স𝐆ভাপতি।
বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার আগে মোতেরার সর্দার প্যাটেল স্টেডিয়ামে বোর্ড কর্তারা ন🐽িজেদের মধ্যে একটি 🅠প্রীতি ম্যাচে মাঠে নামেন। সভাপতি একাদশের ক্যাপ্টেন ছিলেন সৌরভ নিজে। সচিব একাদশের নেতৃত্বে ছিলন জয় শাহ।
১২ ওভারের ম্যাচে প্রেসিডেন্ট একাদশকে ২৮ রানে পরাজিত করে সেক্রেটারি একাদশ। প্রথমে ব্যাট করে সেক্রেটারি একাদশ ৩ উইকেটে ১২৮ রান তোল🗹ে। মহম্মদ আজহারউদ্দিন ৭টি বাউন্ডা♔রির সাহায্যে ২২ বলে ৩৭ রান করেন।
এছাড়া জয়দেব শাহ ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩৮ রান করেন। জয় শাহ করেন ৬ রান। সৌরভ একটি ক্যাচ ধরা ছাড়াও🦹 ৩ ওভারে ২৬ রানের বিনিম🍌য়ে ১টি উইকেটও দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রেসিডেন্ট একাদশ ৪ উইকেটে ১০০ রানে আটকে যায়। সৌরভ ৩২ বলে ৫৩ রান করে অপরাজিত থ♈াকেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। জয় শাহ ৪ ওভারে ৩৯ রানের বি🍎নিময়ে ২টি উইকেট নেন। জয়দেব শাহ ২ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।