Sports News Highlights: রজার ফেডেরারের অবসর ঘোষণার পর কেটে গিয়েছে। এখনও নস্টালজিয়ায় ডুবে বিশ্ব। তারইমধ্যে টি-টো💜য়েন্টি 🐻বিশ্বকাপ যত এগিয়ে আসছে, তত উন্মাদনা বাড়ছে। আজ আবার ইডেন গার্ডেন্সে লেজেন্ড ক্রিকেট লিগের ম্যাচ হয়েছে। দলীপ ট্রফির আরও একটি দিন কেটে গিয়েছে। শুক্রবার ফুটবল, ক্রিকেট, টেনিস-সহ যাবতীয় খেলার হাইলাইটসের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
India Maharajas vs World Giants: ইডেনে চেনা মেজাজে ইউসুফ, দাপুটে জয় ইন্ডিয়ার
মূল টুর্নামেন্ট শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। তবে তার আগে স্বাধীনতার ৭৫ বছর পূর্তী উপলক্ষে এবছর লেজেন্ডস লিগ ক্রিকেটে আয়োজিত হয় বিশেষ প্রদর্শনী ম্যাচে। ইডেনে ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস ম্যাচে ফের মাঠ মাতান সাম্প্রতিক অতীতের মহাতারকারা। ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় ইন্ডিয়া মহারাজাস – বিস্তারিত পড়ুন এখানে
কেমন আছেন বেঙ্কটেশ আইয়ার?
বেঙ্কটেশ আইয়ারের শারীরিক পরিস্থিতি নিয়ে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘ও এখন ভালো আছে। এবং টিম হোটেলে ফিরে এসেছে। আমি ওর সঙ্গে কথা বলেছি এবং ওকে এখন বেশ ভালো দেখাচ্ছে।’ – আরও পড়ুন এখানে
ভিয়েতনাম সফরের দল ঘোষণা ভারতের, নেই একজন বাঙালিও
ভিয়েতনাম সফরের জন্য ভারতের যে দল ঘোষণা করা হয়েছে, তাতে জায়গা পাননি কোনও বাঙালি ফুটবলার - বিস্তারিত পড়ুন এখানে
T20 বিশ্বকাপ কোয়ালিফায়ারের আগে ধাক্কা বাংলাদেশের, ছিটকে গেলেন ২ তারকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্�🍌�বের আগে জোরদার ধাক্কা লাগল। চোটের জন্য ছিটক গেলেন জাহানারা আলম। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফারজানা হক।
India Maharajas vs World Giants Live: হ্যামিল্টনকে ফিরিয়ে প্রথম সাফল্য পঙ্কজের
মূল টুর্নামেন্ট শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। তবে তার আগে স্বাধীনতার ৭৫ বছর পূর্তী উপলক্ষে এবছর লেজেন্ডস লিগ ক্রিকেটে আয়োজিত হচ্ছে বিশেষ প্রদর্শনী ম্যাচে। ইডেনে ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস ম্যাচে ফের মাঠ মাতাতে নামছেন সাম্প্রতিক অতীতের মহাতারকারা। এখন দেখার যে, শেষ হাসি হাসে কারা - লাইভ আপডেট দেখুন এখানে
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড
শ্রীলঙ্কার স্কোয়াড: দাসুন শানাকা (ক্যাপ্টেন), দানুষ্কা গুণতিলকে, পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষে. ধনঞ্জয় ডি'সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, জেফ্রি বন্দরসে, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলশান মধুশঙ্কা, প্রমোদ মধুশন – আরও পড়ুন এখানে
ODI সিরিজে ভারতীয় ‘এ’ দলে বাংলার শাহবাজ, অভিমন্যু, নেতা সঞ্জু
নিউজিল্যান্ড 'এ'-র বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা। নেতৃত্ব দেবেন ꦇসঞ্জু স্যামসন। ভারতীয় 'এ' দল: পৃথ্বী শ, অভি𓆉মন্যু ঈশ্বরণ, রুতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠি, রজত পতিদার, সঞ্জু স্যামসন, কেএস ভরত, কুলদীপ যাদব, শাহবাদ আহমেদ, রাহুল চাহার, তিলক বর্মা, কুলদীপ সেন, শার্দুল ঠাকুর, উমরান মালিক, নভদীপ সাইনি এবং রাজ অঙ্গদ বাওয়া। বিস্তারিত পড়ুন এখানে
'অ্যাভারেজ নির্বাচক প্রধানের সিদ্ধান্তও মধ্যমানের হবে', T20 বিশ্বকাপের দল নিয়ে ঝামেলা পাকিস্তানে
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দল নির্বাচন নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন তারকা শোয়েব আখতার। বললেন, 'প্রধান নির্বাচক যখন মধ্যমানের হন, তখন তাঁদের সিদ্ধান্তও মধ্যমানের হবে। সাকলিন (মুস্তাক) ২০০২ সালে পেশাদার ক্রিকেট খেলেছেন। আমি এটা বলতে চাইছিলাম না, কারণ ও আমার বন্ধু হয়।♐ কিন্তু আমার মনে হয়, টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ওর কোনও ধারণা নেই। আমার মনে হয় না, এটা ওর উপযুক্ত জায়গা। অন্যদিকে মহম্মদ ইউসুফ দলেও ছিলেন না। ও যদি থাকত, তাহলে কীভাবে আমাদের পারফর্ম করতে পারল না? যে কোনও ড্রে❀সিংরুমে ইউসুফ একজন সম্পদ। আমি জানি না, এই দলটায় ওর কতটা অধিকার আছে। ইফতিকার আহমেদ হল মিসবাহের দ্বিতীয় সংস্করণ। আমাদের রিজওয়ান ছিল। এখন আবার ইফতিকার আছে। এই দল নিয়ে আমরা প্রথম রাউন্ড থেকেই ছিটকে যেতে পারি। '
মাঠে ফিরেছেন বেঙ্কটেশ আইয়ার
মাঠ🦂ে ফিরেছেন বেঙ্কটেশ আইয়ার। তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। আউট হয়ে গেলেন কেকেআর তারকা।
ঘাড়ে চোট KKR তারকা, লুটিয়ে পড়লেন মাঠে, এল অ্যাম্বুলেন্স
দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন কাঁধে বা ঘাড়ে বল লাগল বেঙ্কটেশ আইয়ারের। মাটিতে 🃏শুয়ে রীতি🐼মতো কাতরাতে থাকেন কলকাতা নাইট রাইডার্সের তারকা। মাঠে অ্যাম্বুলেন্স চলে আসে। স্ট্রেচার বের করা হয়। তবে হেঁটেই মাঠ থেকে বের হন বেঙ্কটেশ। ছয় রানে রিটায়ার হার্ট হলেন।
‘বীর’-কে IPL জেতানো কোচেই আস্থা ‘জারা’-র PBKS-র
নয়া কোচ নিযুক্ত করল প্রীতি জিন্টার (বীরজারার জারা) পঞ্জাব কিংস। ট্রেভর বেইলিসকে কোচ হিসেবে ঘোষণা করল। যিনি শাহরুখ খানের (বীরজারার বীর) কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জিতিয়েছেন। ইংল্যান্ড বিশ্বকাপ জিতিয়ে🌟ছেন। – আর🌠ও পড়ুন এখানে
নয়া হেড কোচ মার্ক বাউচার, ঘোষণা মুম্বই ইন্ডিয়ান্সের
মার্ক বাউচারকে নয়া হেড কোচ হিসেবে ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স। গত বছর আইপিএলে লাস্ট হয়েছিলেন রোহিত শর্ꦜমা। এবার মাহেল জয়বর্ধনেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ বাউচারকে মুম্বি ইন্ডিয়ান্সের দায়িত্ব দেওয়া হল। (বিস্তারিত পড়ুন এখানে)
পিসিবির অস্বস্তি বাড়ালেন শাহিদ আফ্রিদি
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে। এই দলে ফিরেছেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিও। এদিকে শাহিন আফ্রিদিকে নিয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি এমন একটি বিবৃতি দিয়েছেন, তাতে মুখ পুড়ল পিসিবির – বিস্তারিত পড়ুন এখানে
তৃতীয় T20-তে ভরাডুবি ভারতের, সিরিজ জয় ইংল্যান্ডের
আরও এক বার ল্যাজেগোবরে হল ভারতের ব্যাটাররা। টপ-অর্ডার চূড়ান্ত ব্যর্থ। বোলারদের অবস্থা আহামরি নয়। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সিরিজ হাতছাড়া হল ভারতের। শেষ ম্যাচে ভারতকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড – বিস্তারিত পড়ুন এখানে
ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ২ ভারতীয় তারকা, খেলবেন T20-তে
ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন ওয়াশিংটন সুন্দর এবং টি নটরাজন। আসন্ন ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সইদ মুস্তাক আলি ট্রফিতে তামিলনাড🐓়ুর হয়ে নামবেꦡন দুই ভারতীয় তারকা।
রজার ফেডেরারের নস্টালজিয়ায় এখনও ডুবে বিশ্ব
রজার ফেডেরার🃏ের অবসর ঘোষণার পর কেটে গিয়েছে। এখনও ন🃏স্টালজিয়ায় ডুবে বিশ্ব। তারইমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে, তত উন্মাদনা বাড়ছে। আজ আবার ইডেন গার্ডেন্সে লেজেন্ড ক্রিকেট লিগের ম্যাচ আছে। চলছে দলীপ ট্রফি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।