চলতি বছরের শেষে ভারত যাচ্ছে ডাউন আন্ডার। গতবারের সিরিজ ভারত সহজে জিতলেও এবার ব্যাগি গ্রিনরা ফেভারিট বলে মনে করেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়া। স্মিথ, ওয়ার্নারের ফেরত আসা ও ক্ষুরধার বোলিং অজিদের এগিয়ে রাখবে বলে মনে করেন প্রাক্তন অধিনায়ক। একই সঙ্গে তাঁর মনে হয় যে ভারত অনেক দিন 🌃ধরে ভালো খেলছে, তাই পিক করে গিয়েছে। অন্যদিকে অজিরা ধীরে ধীরে নিজেদের সেরা ফর্মের দিকে যাচ্ছে। তাই লড়াই জমবে বলেই মনে করছেন তিনি।
মার্নাস ল্যাবুশানের প্রশংসা করলেও তরুণ অজি সচিনের মতো খেলে, মাস্টার ব্লাস☂্টারের এই প্রশংসা মানতে চাননি স্টিভ ওয়া। তাঁর মতে হয়তো ল্যাবুশানকে চাপে ফেলার জন্য এক🤪থা বলেছেন সচিন। সচিন বলেছিলেন মার্নাস ল্যাবুশানকে দেখলে নিজের কথা মনে পড়ে। কিন্তু ওয়া একমত নন।
তবে মার্নাসের রানের খিদের প্রশংসা করেন স্টিভ ওয়া। মাত্র এক বছরের মধ্যেই যেভাবে মার্নাস ল্যাবুশান ব্যাটারদের ক্রমপর্যায়ে বিশ্বের চার নম্বরে এসে গিয়েছেন, সেটা অনবদ্য বলে মনে করেন🌺 অজি লেজেন্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।