শুভব্রত মুখার্জি: রুদ্ধশ্বাস লড়াই শেষে ডুরান্ড কাপের ম্যাচে জয় পেল বেঙ্গালুরু এফসি। ১০ জনে হয়ে যাওয়ার পরেও জামশেদপুরের বিরুদ্ধে লড়াই চালিয়ে ম্যাচ জিতে নিলেন স🔯ুনীলরা। ম্যাচে গোল ও করলেন ভারত অধিনায়ক। বেঙ্গালুরু এফসির হয়ে অপর গোলটি করেছেন এটিকে মোহনবাগান থেকে এই মরশুমে বেঙ্গালুরুতে আসা স্ট্রাইকার রয় কৃষ্ণ। লড়াই করে ২-১ গোলে ১০ জনের বেঙ্গালুরু হারাল জামඣশেদপুরকে।
প্রসঙ্গত এখন পর্যন্ত একবার ও ডুরান্ডের ট্রফি জিততে পারেনি বেঙ্গালুরু দল। ফলে আই লিগ এবং আইএসএলের প্রাক্তন চ্যাম্পিয়নদের এবার লক্🎃ষ্য ডুরান্ডের ট্রফি ঘরে তোলা। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে তারা। ম্যাচের ২৩ মিনিটে লিড ও পেয়ে যায় তারা। প্রবীর দাসের করা কর্ণার কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। বিরতিতে যাওয়ার সময়তে ১-০ গোলেই এগিয়ে ছিল বেঙ্গালুরু।
বিরতির পরে ৫৬ মিনিটে ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তারা। এবার তাদের হয়ে গোল করেন এটিকে মোহনবাগান থেকে আসা রয় কৃষ্ণ। সুনীলের ব্যাকহিল ধরে গোল করতে ভুল করেননি রয়। ইস্ট🐼বেঙ্গল থেকে এই বছর বেঙ্গালুরুতে আপা হীরা মণ্ডল ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এর পরেই। রেফারি রাহুল কুমার গুপ্তা হীরাকে রেড কার্ড দেখালে ১০ জনে খেলতে হয় বেঙ্গালুরুকে। ৫৯ মিনিট থেকে তারা দশ জনে লড়াই চালায়। জামশেদপুরের হয়ে ঋষি একটি গোল শোধ করেন। এরপর বেঙ্গালুরু 𒆙ডিফেন্সে চাপ বাড়িয়েও অবশ্য গোলের মুখ খুলতে পারেনি তারা। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জেতে বেঙ্গালুরু। এদিন বেঙ্গালুরুর হয়ে অবশ্য খেলেননি সন্দেশ ঝিঙ্গান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।