জীবন যুদ্ধে ইতি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনীত সমস্যায় ไভুগছিলেন সুনীল গাভাসকরের মা মীনাল গাভাসকর। শেষমেশ জীবন যুদ্ধে হার মানতে হল তাঁকে। রবিবার সকালে পরলোকের গমন করলেন মীনাল গাভাসকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। ﷺমুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯২৭ সালের ১৫ই আগস্ট জন্মগ্রহণ করেন মীনাল গাভাসকর। তিনি ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বম্বে ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মাধব মন্ত্রীর ছোট বোন। স্বামী মনোহর গাভাসকর। ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচে ধারাভাষ্য 🌠দেওয়ার সময় মায়ের মৃত্যু সংবাদ পান প্রাক্তন অধিনায়ক। কিন্তু নিজের কাজে অবিচল থাকেন তিনি। ম্যাচ শেষের পরই বাংলাদেশ ছাড়েন সানি।
হাসপাতাল সূত্রে খবর, বয়স জনিত কারণে তাঁকে গত কয়েক দিন আগেই হাসপাতালে ভর্তি করা হয়ছিল। কিন্তু চিকিৎসায় সেইভাবে সাড়া দিচ্ছিলেন না তিনি। অবশেষে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুনীল গাভাসকরে꧑র মা।
আরও পড়ুন:- IND vs BAN: রাহুলের উপর হঠাৎ কেন রেগে গেলেন দীনেশ কা๊র্তিক?
মারাঠি ভাষায় একটি বই লিখেছিলেন যার ꦫনাম ‘পুত্র ভাভা আইসা'। এই বইতে তিনি সুনীল গাভাসকরের ছেলেবেলার দিনগুলির কথা লিখে গিয়েছেন। এই বই থেকে জানা যায় ছোটবেলায় তাদের ব্যালকনিতে সুনীল গাভাসকর খেলার সময় দুর্ঘটনাবশত তাঁর নাকে বল লেগে নাক থেঁতলে যায়। সুনীল গাভাসকর ভারতের হয়ে খেলা শুরুর করার পরে একদিনও তিনি মাঠে যাননি। তাঁর ধারণা ছিল যে, তিনি মাঠে গেলে সুনীল তাড়াতাড়ি আউট হয়ে যাবে।
গাভাসকরের ক্রিকেট জীবনের শুরুর দিকে তাঁর মা ও বাবার অবদান অনেকখানি ছিল। ভারত বাংলাদেশ ম্যাচ চলাকালীন সুনী🧸ল তার মায়ের মৃত্যু সংবাদ পেলেও তিনি তার কাজ ছেড়ে আসেননি। দক্ষ পেশাদারিত্ব দেখিয়ে ম্যাচ শেষ করে তিনি ভারতে আসেন। শেষে তাকে অটোগ্রাফ দিতেও দেখা গেছে। সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে শিবাজি পার্কে। সুনীল গাভাসকরের মায়ের মৃত্যুর পর শোকবার্তা পাঠিয়েছেন অনেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।