সাতদিনের মধ্যেই ফের বদলে গেল সূর্যকুমার যাদবের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ব়্যাঙ্কিং। যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন ভারতের 'মিস্টার ৩৬০'! বিশ্বের তিন নম্বর টি-টোয়েন্টি ব্যাটার থেকে সূর্য উঠে এলেন দুইয়ে। এই বছর ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারী সূর্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও বিধ্বংসী ছন্দে ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। হায়দরাবাদে সিরিজ নির্ণায়ক ম্যাচে মাত্র ৩৬ বলে ৬৯ রান করেন সূর্য। বিরাটের সঙ্গে তাঁর জুটিই ভারতকে সিরিজ জয়ের লক্ষ্যে পৌ🐻ঁছে দেন। আর এর ফল তিনি পাচ্ছেন হাতেনাতে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেও ভারতীয় দলের তারকা ব্যাটারকে টপকাতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে তিনি এই শতরানের হাত ধরে উঠে এসেছেন তিনে। বাবরের সতীর্থ পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার কিন্তু꧃ শীর্ষস্থানই ধরে রেখেছেন। তিনিই (৮৬১ পয়েন্ট) এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটার। দুইয়ে রয়েছেন সূর্যকুমার যাদব (৮০১ পয়েন্ট), তিনে বাবর আজম (৭৯৯ পয়েন্ট), চারে এডেন মার্করাম (৭৯২ পয়েন্ট) এবং পাঁচে রয়েছেন অ্যারন ফিঞ্চ (৭০৭ পয়েন্ট)।
আরও পড়ুন: সিরিজ থেকে বাদ পড়ার পর⭕েই এল সুখবর, করোনা ম💟ুক্ত মহম্মদ শামি
প্রসঙ্গত এর আগেও এই🎀 বছরেই দ্বিতীয় স্থানে উঠেছিলেন সূর্য। মাঝে তাঁকে ছাপিয়ে শ🅘ীর্ষ দু'টি স্থান দখল করেছিলেন মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম। কিছু দিন আগেই পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে ছাপিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছিলেন সূর্যকুমার যাদব। এ বার দ্বিতীয় স্থান দখল করলেন। ভারতের আর কোনও তারকা প্রথম দশের মধ্যে নেই।
তবে টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৭ বলে ৪৬ রানের ইনিংস খেলেই রোহিত এক ধাপ উপরে উঠে ১৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। প্রথম ১৫ তে ঢুকে পড়েছেন ফর্মে ফেরা বিরাট কোহলিও। ১৫ নম্বরে রয়েছেন বিরাট। এশিয়া কাপ থেকেই ধারাবাহিক ভাবে ছন্দে রয়েছেন কিং♉ কোহলি।
আরও ✤পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার সম্ভাবনাই নেই- ECB-র প্রস্তাবে পত্রপাঠ না BCCI-এর
এ দিকে বোলারদের টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে বড় লাফ মেরেছেন অক্ষর প্যাটেলও। ৩৩ থেকে ১৮ তম স্থানে উঠে এসেছেন অক্ষর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ৮ উইকেট নিয়েছেন অক্ষর। শীর্ষস্থান ধরে রেখেছেন অজি পেস🤡ার জোস হ্যাজলউড। প্রথম দশে ভারতের একমাত্র বোলার ভুবনেশ্বর কুমার। দশ নম্বরেই রয়েছেন ভুবি। দু' ধাপ উন্নতি হয়েছে ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের। তিনি ২৬ নম্বরে উঠে এসেছেন।
অলরাউন্ডা🐼রদের তালিকায় পাঁচেই রয়েছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক ছাড়া এই তালিকায় আর কোনও ভারতীয় প্লেয়ারের নাম প্রথম কুড়ি জনের মধ্যে নেই। মহম্মদ নবি এক নম্বর স্থান দখল করে রেখেছে🐬ন। শাকিব আল হাসান রয়েছেন দুইয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।