শুভব্রত মুখার্জি : বেশ কয়েক বছর হল ফিল্ডিংয়ে যথেষ্♋ট উন্নতি করেছে ভারতীয় সিনিয়র দল। ক্রিকেটারদের ফিটনেস লেভেলও যথেষ্ট বেড়েছে। যার প্রতিফলন ঘটছে মাঠে ম্যাচ চলাকালীন। সেই কথাই তুলে ধরলেন জাতীয় সিনিয়র দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁর মতে উইকেটে সরাসরি থ্রো'র ক্ষেত্রে উন্নতি করেছে ভারতীয় দল। সরাসরি থ্রো করে উইকেট ভাঙার শতকরা হার অনেকটাই বেড়েছে। যদিও তিনি মেনে নিয়েছেন এর অনেক ক্ষেত্রেই রান আউট হয়নি বিপক্ষ ব্যাটার।
আরও পড়ুন: শ্রেয়সের ব♏দলে একাদশে জাদেজা? শুভমন গিলের সঙ্গে ওপেন করবেন কে?
নিজের বক্তব্যের স্বপক্ষে বেশ কিছু উদাহরণও তুলে ধরেছেন দিলীপ। গত বারের টি-২০ বিশ্বকাপের ভারত বনাম বাংলাদেশ ম্যাচের উদাহরণ সামনে এনেছেন তিনি। ওই ম্যাচে কেএল রাহুলের সরাসরি থ্রো-তে রান আউট হয়ে যান লিটন দাস। ম্যাচের রংও কার্যত এর পরেই গিয়েছিল বদলে। ভারতের অপশনাল ট্রেনিং সেশনে দিলীপ মিডিয়✅ার মুখোমুখি হয়ে বলেছেন, ‘বেশ কিছু সময় ধরে বেশ কয়েকটি ক্ষেত্রে (ফিল্ডিংয়ের) আমরা কিছু উন্নতি করেছি। বিশ্বকাপে (টি-২০ বিশ্বকাপ) সরাসরি উইকেটে থ্রো'র শতকরা হিসেব দেখলেই এটা আমরা বুঝতে পারব। কেএল রাহুলের ওই একটা সরাসরি থ্রো (লিটনের রান আউট) ম্যাচের রং বদলে দিয়েছিল।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় গিয়ে অনেক কিছু শি👍খতে পারবেন- IPL নয়, BBL-কেই সেরা বলছেন বাবর
এ দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিলীপ আরও বলেছেন, ‘আমরা এই বিষয়টায় (ফিল্ডিং) দলগত ভাবে গুরুত্ব দিয়েছি। আপনি আমাদের শতকরা হিসেব (সরাসরি উইকেটে থ্রো'র) যদি দেখেন, তা হলে দেখবেন অনেকট♚াই উন্নতি হয়েছে। যদিও এর অনেকগুলো হয়তো রান আউট হয়নি। উইকেটে সরাসরি থ্রো'র ক্ষেত্রে 🐻আমাদের উন্নতি চোখে পড়ার মতোন। এই একটা জায়গা রয়েছে যেখানে আমাদের আরও উন্নতির জায়গা অবশ্যই থাকছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।