টি-২০ বিশ্বকাপের জন্য আইসিসি আয়োজিত প্রস্তুতি ম্যাচগুলির আগেই ভারতীয় দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে নিজেদের উদ্যোগে একজোড়া অনুশীলন ম্যাচে মাঠে নামে। প্রথম ম্যাচ ১৩ রানে জিতে নিলেও দ্বি🌺তীয় ম্যাচ ৩৬ রানে হারতে হয় টিম ইন্✨ডিয়াকে। যেহেতু পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামেনি ভারত, তাই হার-জিত নিয়ে বিশেষ বিচলতি হওয়ার প্রয়োজন নেই। তবে ২টি ম্যাচের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ভারতীয় শিবিরের তিনটি প্রশ্নের উত্তর এখনও অজানা রয়ে গেল।
১. বিকল্প ওপেনার হিসেবে অচল পন্ত: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে মাত্র ৯ রান করে আউট হন ঋষভ পন্ত। ꦜদ্বিতীয় ম্যাচে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন পন্ত। দ্বিতীয় ম্যাচেও তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৯ রান। সুতরাং শুধু বিকল্প ওপেনার হিসেবেই নয়, অস্ট্রেলিয়ার পরিবেশে পন্তের ফর্ম নিয়েও দু🌌শ্চিন্তা দেখা দিতে পারে ভারতীয় শিবিরে। বিশ্বকাপে কোনও কারণে রোহিত-রাহুল জুটি ভারতকে শক্ত ভিতে বসিয়ে দিতে ব্যর্থ হলে কোহলি বা সূর্যকুমারের শরণাপন্ন হতে হবে টিম ইন্ডিয়াকে।
২. উইকেটের পিছনে পন্ত নাকি কার্তিক, মিলল না উত্তর: উইকেটকিপিং নিয়ে সংশয় নেই। বরং বিশ্বকাপে ভারতের হয়ে কে উইকেটকিপিং করবেন, তা নির্ধারিত হবে ব্যাটিং দেখে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি প্রস্তুতি ম্যাচে পন্তের মতোই ব্যাট হাতে সফল হননি দীনেশ কার্তিকও। তবু তাঁকে মন্দের ভা♚লো বলা যায়। কার্তিক প্রথম ম্যাচে ১৯ ও দ্বিতীয় ম্যাচে ১০ রান করেন। যদিও অত্যন্ত ধীর ব্যাটিং করেন তিনি। তাই এই দু'টি ম্যাচের পারফর্ম্যান্সের নিরিখে বিশ্বকাপের প্রথম পছন্দের উইকেটকিপার বেছে নেওয়াꦬ সম্ভব হবে না ভারতের পক্ষে।
৩. ষষ্ঠ বোলারের বিকল্প হিসেবে দীপক হুডা বেমানান: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু'টি প্রস্তুতি ম্যাচে এটা স্পষ্ট হয়ে যায় যে,𓂃 অস্ট্রেলিয়ার পিচ ও পরিবেশে ষষ্ঠ বোলারের বিকল্প হিসেবে দীপক হুডা মোটেও মানানসই নন। তিনি প্রথম ম্যাচে ২ ওভার বল করে ২৪ রান খরচ করেন। কোনও উই🦩কেট পাননি। দ্বিতীয় ম্যাচে ২ ওভারে ২২ রান খরচ করেন। কোনও উইকেট তুলতে পারেননি। সুতরাং, ২টি ম্যাচ মিলিয়ে ওভার প্রতি সাড়ে এগারো রান খরচ করেছেন হুডা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।