Thomas Cup 2022 Final India vs Indonesia: পাঁচটি ম্যাচ ছিল। ঐতিহাসিক সোনা জয়ের জন্য তিনটি ম্যাচই যথেষ্ট ছিল ভারতের কাছে। ১৪ বারের ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়ে ইতিহাসে প্রথমবার থমাস কাপ জিতল ভারত। শুরুটা করেছিলেন লক্ষ্য সেন। এবারের টুর্নামেন্টে তেমন ছন্দে না থাকলেও ঐতিহাসিক মুহূর্তে নিজের সেরাটা উজাড় করে দেন। দুর্দান্ত প্রত্যাবর্তনে ভারতকে ফাইনালে এগিয়ে দেন। ত✤ারপর অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেন সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি। দ্বিতীয় গেমে ম্যাচ পয়েন্টে পিছিয়ে ছিলেন তাঁরা। সেখান থেকে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। বাকি কাজটা সেরে নেন অভিজ্ঞ কিদাম্বꦕি শ্রীকান্ত। স্ট্রেট গেমে জিতে ভারতকে ঐতিহাসিক সোনা জেতান।
Thomas Cup: এই সাফল্য সকলকে অনুপ্রাণিত করবে- ব্যাডমিন্টনে ইতিহাস, উচ্ছ্বসিত মোদী
Thomas Cup: এই সাফল্য সকলকে অনুপ্রাণিত করবে- ব্যাডমিন্টনে ইতিহাস, উচ্ছ্বসিত মোদী – আরও পড়ুন
ভারতের জাতীয় সংগীতে গমগম করে উঠল ব্যাঙ্কক
ভারতের জাতীয় সংগীতে গমগম করে উঠল ব্যাঙ্কক। জাতীয় সংগীতের শেষে স্লোগান উঠল🧜 ‘ভারত মা🌱তা কী জয়।’
১৪ বারের চ্য়াম্পিয়ন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে লড়াই প্রথমবার ফাইনালিস্ট ভারতের
ভারতের প্রতিপক্ষের ট্র্যাক রেকর্ড এবং ইতিহাস দুর্দান্ত। এখনও পর্যন্ত ১৪ বার থমাস কাপ জিতেছে ইন্দোনেশিয়া। সেখানে এটাই প্রথম থমাস কাপ꧙ 🅠ফাইনাল ভারতের।