Thomas Cup 2022 Final India vs Indonesia: পাঁচটি ম্যাচ ছিল। ঐতিহাসিক সোনা জয়ের জন্য তিনটি ম্যাচই যথেষ্ট ছিল ভারতের কাছে। ১৪ বারের ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়ে ইতিহাসে প্রথমবার থমাস কাপ জিতল ভারত। শুরুটা করেছিলেন লক্ষ্য সেন। এবারের টুর্নামেন্টে তেমন ছন্দে না থাকলেও ঐতিহাসিক মুহূর্তে নিজের সেরাটা উজাড় করে দেন। দুর্দান্ত প্রত্যাবর্তনে ভারতকে ফাইনালে এগিয়ে দেন। তারপর অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেন সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি। দ্বিতীয় গেমে ম্যাচ পয়েন্টে পিছিয়ে ছিলেন তাঁরা। সেখান থেকে ভারত♛কে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। বাকি কাজটা সেরে নেন অভিজ্ঞ কিদাম্বি শ্রীকান্ত। স্ট্রেট গেমে জিতে ভারতকে ঐতিহাসিক সোনা জেতান।
Thomas Cup: এই সাফল্য সকলকে অনুপ্রাণিত করবে- ব্যাডমিন্টনে ইতিহাস, উচ্ছ্বসিত মোদী
Thomas Cup: এই সাফল্য সকলকে অনুপ্রাণিত করবে- ব্যাডমিন্টনে ইতিহাস, উচ্ছ্বসিত মোদী – আরও পড়ুন
ভারতের জাতীয় সংগীতে গমগম করে উঠল ব্যাঙ্কক
ভারতের জাতীয় সংগীতে গমগম করে উঠল ব্যাঙ্কক। জাতীয় সংগীতের 🍰শেষে স্লোগান উঠল ‘ভারত মাতা কী জয়।’
ভারতের হাতে উঠল থমাস কাপ!!!
ভারতের হাতে তুলꦫে দেওয়া হল থমাস কাপ ট্রফি। দেওয়া হল পদক।
কোর্টের মধ্যে উচ্ছ্বাস ভারতীয় দলের
কোর্টে🐓র ম♎ধ্যে উচ্ছ্বাস ভারতীয় দলের। দেখে নিন সেই ভিডিয়ো।
ঐতিহাসিক জয় ভারতের, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ভারতীয় ব্যাডমিন্টন দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লেখেন, ‘ইতিহাস রচনা করল ভারতীয় ব্যাডমিন্টন। ভারত থমাস কাপ জেতায় পুরো দেশ উ♑চ্ছ্বাসে ভাসছে। আমাদের দুর্ধর্ষ দলকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য তাঁদের শুভেচ্ছা জানাচ্ছি। আগামিদিনের অসংখ্য ক্রীড়াবিদ অনুপ্রেরণা পাবেন এই জয়ের মাধ্যমে।’
সত্যিই এটা ব্যাঙ্কক তো? নাকি দিল্লি বা কলকাতা?
কিদাম্বি শ্রীকান্তের শটটা বিপক্ষের কোর্টে পড়ার পরেই ভারতীয় খেলোয়াড়রা ছুটে এলেন। অবিশ্বাস্য মুহূর্ত থাইল্যান্꧒ডে। ঢোল বাজছে তারস্বরে। সত্যিই এটা ব্যাঙ্কক তো? নাক🧸ি দিল্লি বা কলকাতা?
ঐতিহাসিক!! ঐতিহাসিক সোনা জয় ভারতের
ঐতিহাসিক সোনা জয় ভারতের। তিন ম্যাচেই ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনജেশিয়ার খেল খতম করে দিল ভারত। তৃতীয় ম্যাচে কিদম্বি শ্রীকান্ত জিতলেন ১৫-২১, ২২-২০ পয়েনꦛ্ট।
আরও একটা গেম পয়েন্ট বাঁচালেন শ্রীকান্ত
২১-২১। আরও একটা গেম পয়েন্ট বাঁচালেন শ্রীকান্ত।
গেম পয়েন্ট বাঁচালেন শ্রীকান্ত
গেম পয়েন্ট বাঁচালেন শ্রীকান্ত। ২০-২০। টা🌞না দু'পয়েন্ট জিতে সোনা পাবেন?
গেম পয়েন্ট ইন্দোনেশিয়ার
পরপর দু'পয়েন্ট হার শ্রীকান্তের। গেম পয়েন্ট ইন্দোনেশিয়ার। শ্রীকান্ত পিছিয়ে ১♑৯-২০ পয়েন্টে।
কিদম্বি শ্রীকান্তের লিড
১৯-১৮। কিদম্বি শ্রীকান্তের লিড। ভারতের꧒ দু'পয়েন্ট দূরে সোনা।
সমতায় ফিরলেন শ্রীকান্ত
সমতায় ফিরলেন শ্রীকান্ত। দ্বিতীয় গেমে ফলাফল ১৮-১৮।
আচমকা পিছিয়ে পড়লেন কিদম্বি
আচমকা পিছিয়ে পড়লেন কিদౠম্বি শ্রীকান্ত। টানা পয়েন্ট হেরে পিছিয়ে গেলেন ১৩-১৬ তে।
তৃতীয় গেমের বিরতিতে এগিয়ে শ্রীকান্ত, চাই মাত্র ১০ পয়েন্ট
তৃতীয় ম্যাচের দ্বিতীয় গেমের বিরতিতে এগিয়ে শ্রীকান্ত। তাঁর পক্ষে ফলাফল ১১-৮। 🍌ঐতিহাসিক সোনা জয়ের জন্য ভারতের চাই মাত্র ১০ পয়েন্ট।
অসামান্য স্ট্রেচ শ্রীকান্তের
নেটের সামনে🤪 অসামান্য স্ট্রেচ শ্রীকান্তের! অবিশ্বাস্য স্রেফ! হারা পয়েন🐈্ট জিতলেন। ৮-৭ পয়েন্টে এগিয়ে শ্রীকান্ত।
আপাতত স্কোর ৩-৩
তৃতীয় ম্যাচের দ্বিতীয় গেম🐟ের শুরুতে এগিয়ে গিয়েছিলেন শ্রীকান্ত। আপাতত স্কোর ৩-৩।
ঐতিহাসিক সোনা জয়ের জন্য এক গেম দূরে ভারত
ঐতিহাসিক সোনা জয়ের জন্যএক গেম দূরে ভারত। ১৯ ম♊িনিটেই তৃতীয় ম্যাচের প্রথম গেম জিতলেন কি💞দম্বি শ্রীকান্ত। জিতলেন ২১-১৫।
প্রথম গেমের বিরতিতে এগিয়ে শ্রীকান্ত
তৃতীয় ম্যাচের প্রথম গেমের বিরতিতে এগিয়ে কিদাম্বি শ্রীকান্ত। ১১-৯ পয়েন্ট𓆏 এগিয়ে ভারতীয় শাটলার।
দারুণ শুরু শ্রীকান্তের
দারুণ শুরু শ্রীকান্তের। এগিয়ে ৬-২ পয়েন্টে।
খেলা শুরু কিদাম্বি শ্রীকান্তের, জিতলেন প্রথম পয়েন্ট
খেলা শুরু কিদাম্বি শ্রীকান্তের। তৃতীয় ম্যাচ এটি। জ▨িতলেন প্রথম পয়েন্ট।
দুইয়ে দুই ভারতের, বাকি ৩ ম্যাচের একটি জিতলেই আসবে সোনা
✨Thomas Cup 2022 Final India vs Indonesia LIVE: প্রত্য়াবর্তন!! প্রত্যাবর্তন!!প্রত্যাবর্তন!! ভারত যদি আজ থমাস কাপে জিতে যায়, তাহলে সেটাই ভারতীয় ব্যাডমিন্টনের ট্যাগলাইন হওয়া উচিত। প্রথম ম্যাচে লক্ষ্য সেন দুরন্ত প্রত্যাবর্তন করেন। দ্বিতীয় ম্যাচে তো ম্যাচ পয়েন্টে পিছিয়ে ছিলেন সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি। সেখান থেকে ম্যাচ জিতে গেলেন। তার ফলে দুইয়ে দুই করে ফেলল ভারত। বাকি তিনটি ম্যাচের একটিতে জিতলেই সোনা জিতে যাবে টিম ইন্ডিয়া। প্রথমেই সেই সুযোগটা পাচ্ছেন কিদাম্বি শ্রীকান্ত।
দুর্ধর্ষ!!!! অবিশ্বাস্য প্রত্যাবর্তন ‘বাজিগর’-দের, এক ম্যাচ দূরে সোনা
দুর্ধর্ষ!!!! অবিশ্বাস্য ঢঙে জিতল ভারত। ২-০ ব্যবধানে এগিয়ে গেল 🐲ভারত। ম্যাচের ফলাফল ১৮-২১, ২৩-২১ এ🅺বং ২১-১৯।
একটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে নিল ইন্দোনেশিয়া
একের পর এক স্ম্যাশ ইন্দোনেশিয়ার।𓆉 বাঁচিয়ে নিল একটি ম্যাচ পয়েন্ট। খেলার 🐈১৯-২০।
ম্যাচ পয়েন্ট ভারতের
ম্যাচ পয়েন্ট ভারতের। চিরাগদের পয়েন্ট ২০-১৮।
তৃতীয় গেমে ১৯-১৮-তে এগিয়ে গেল ভারত
বিশাল পয়েন্ট!!! বিশাল!!! তৃতীয় গেমে ১৯-১৮-তে এগি𝔍য়🅺ে গেল ভারত।
ভুল জাজমেন্ট ভারতের
লাইনের ধারে ভুল জাজমেন্ট ভারতের। এ𝔍গিয়ে গেল ইন্দোনেশিয়া। ১৮-১৭।
তৃতীয় গেমে ১৭-১৭
দুরন্ত আক্রমণাত্মক খেলা ভারতের। ১৭-১৭।
তৃতীয় গেমে সমতায় ফিরল ভারত
এত সহজে ছাড়া হবে না। বার্তা চিরাগদের। ১৬-১৬ করল♋েন তৃতীয় গেমে।
বিরতির পর টানা ৫ পয়েন্ট ইন্দোনেশিয়ার
তৃতীয় গেম: বিরতির পর টানা পাঁচ পয়েন্ট ইন্দোনে🙈শিয়ার। পিছিয়ে পড়ল ভারত। ইন্দোনেশিয়া✨ ১৪ - ১১ ভারত।
ভারত এগিয়ে ১১-৯ পয়েন্টে
পরপর কয়েকটি পয়েন্ট হারলেও এগিয়ে থেকেই তৃতীয় গেমের বিরতিতে গেলেন চিরাগদের জুটি। ভারত এগিয়ে ১১-৯ পয়েন্টে🌼।
ও দারুণ, ‘Bring it on’
ও দারুণ! ‘Bring it on’। দুর্ধর্ষ পয়েন্ট পেল ভারত। তৃতীয় গেমে চিরাগরা এগিয়ে ৮-৬ পꦅয়েন্♉টে।
নির্ণায়ক গেমে শুরুটা ভালো ভারতের
তৃতীয় বা নির্ণায়ক গেমের শুরুটা ভালো করল ভারত। ৫-৩ পয়েন্🌳টে এগিয়ে সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি।
তৃতীয় গেমের প্রথম পয়েন্টই ঘরে তুলল ভারত
তৃতীয় গেমের প্রথম পয়েন্টই ঘরে তুলল ভারত।
ম্যাচ পয়েন্টে পিছিয়ে থেকেও কামব্যাক, তৃতীয় গেমে চিরাগরা
ম্যাচ পয়েন্টে পিছিয়ে ছিলেন সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি। সেখান থেকে দ্বিতীয় গেম জিতে নিলেন। দ্বিতীয় গে🃏মে ২৩-২১ পয়েন্টে জিতল ভারত🔥। ২৭ মিনিটে এল জয়।
গেম পয়েন্ট ভারতের
গেম পয়েন্ট ভারতের। ২২-২১ পয়েন্ট ভারতের। কার্যত🐼 হেরে যাওয়া ম্যাচ থেকে কামব্যাক। গেম পয়েন্টের সুবিধা নিতে পারবেন চিরাগরা?
হাড্ডাহাড্ডি লড়াই
হাড্ডাহাড্ডি লড়াই। ২১-২১।
জমে উঠেছে দ্বিতীয় গেম
জমে উঠেছে দ্বিতীয় গেম। ম🌞্যাচ পয়েন্টে পিছিয়ে থেকেও ২০-২০ করল ভারত। তৃতীয় গেমে ম্যাচ নিয়ে যেতে পারবেন চি൩রাগরা?
দ্বিতীয় গেমে এগিয়ে চিরাগরা
দ্বিতীয় গেমে এগিয়ে চিরাগরা। আপাত♋ত ১১-৮ পয়েন্টে এগিয়ে আছেন তাঁরা। দ্বিতীয় গেমের বিরতির লিড শেষপর্যন্ত ধরে রাখতে প꧂ারবেন?
ডাবলসে প্রথম গেমে হেরে গেল শেটি জুটি
ডাবলসে প্রথম গেমে হেরে গেলেন সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি জুটি। ১৮-২১ ব্যবধানে হেরে গেলেಌন।
ডাবলসে পিছিয়ে রানকিরেড্ডি ও শেটি জুটি
ডাবলসে প্রথম গেমের বিরতিতে এগিয়ে ইন্দোনে🌠শিয়া। খেলার🍰 ফল ইন্দোনেশিয়া ১১-৯ ভারত।
প্রথম পয়েন্ট জয় ভারতের
প্রথম প🐬য়েন্🌺ট জয় সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি জুটির।
ফাইনালে ভারত এগিয়ে ১-০-তে, এবার লড়াই চিরাগদের
Thomas Cup 2022 Final India vs Indonesia LIVE: থমাস কাপের ঐতিহাসিক ফাইনালে দুর্দান্ত শুরু করল ভারত। প্রথম গেমে উড়ে গিয়েছে জিতলেন লক্ষ্য সেন। তার ফলে ফাইনালে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এবার ভারতকে ২-০ লিড এনে নিতে কোর্টꦏ🦩ে নেমেছেন সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি।
এবার লড়াই সাত্যিক ও চিরাগের জুটির
এবার ডাবলস ম্যাচ হবে। ভারতের হয়ে নামবে সাত্যিকসাইর🌜াজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি📖র জুটি।
প্রথম গেমে উড়ে গিয়েও দুর্দান্ত কামব্যাক লক্ষ্যের, জয় দিয়ে শুরু ভারতের
দুর্ধর্ষ!!! জিতে গেলেন লক্ষ্য সেন। দুর্ধর্ষ পারফরম্যান্স। প্রথম গেমে উড়ে যাওয়ার পর অলিম্পিক্সের ব্রোঞ্ꦰজ পদকজয়ীকে হারিয়ে দিলেন লক্ষ্য। ম্যাচের ফল ৮-২১ꦿ, ২১-১৭, ২১-১৬। অথচ শুরুটা একেবারেই ভালো করেননি। বেশ ধুঁকছিলেন। দ্বিতীয় গেমে দুর্দান্ত কামব্যাক করেন। তৃতীয় গেমের শুরুতে পিছিয়ে পড়েও দুর্ধর্ষভাবে জয় ছিনিয়ে নিলেন। প্রথম গেমন হয়েছে ১৭ মিনিট, দ্বিতীয় গেম ২২ মিনিট এবং তৃতীয় গেম ২৬ মিনিট।
ম্যাচ পয়েন্ট লক্ষ্য সেন!!
ম্যাচ পয়েন্ট লক্ষ্য সেন!! চারটি ম্যাচ পয়েন্ট পেয়েছেন। পারবেন কি এখানে ম্যাচ শেষ 𒉰ꦜকরতে?
আর দু'পয়েন্ট দূরে লক্ষ্য সেন
খেলার ফল অ্য়ান্টনি ২-১ লক্ষ্য। খেলার ফল অ্য়ান্টনি ১৬-২ﷺ০ লক্ষ্য।
তিন পয়েন্ট পেলেই প্রথম ম্যাচে জিতে যাবেন লক্ষ্য
আর তিন পয়েন্ট পেলেই প্রথম ম্যাচে জিতে যাবেন💎 লক্ষ্য সেন। খেলার ফল অ্য়ান্টনি ১৫-১🐭৮ লক্ষ্য।
নির্ণায়ক গেমে এগিয়ে গেলেন লক্ষ্য
নির্ণায়ক গেমে এগিয়ে গেলেন লক্ষ্য সেন। 𒆙১৩-১২ পয়েন্টে এগিয়ে।
দুর্ধর্ষ লক্ষ্য!! সমতায় ফিরল ভারত
দুর্ধর্ষ লক্ষ্য!! কী মারাত্মক খেলাটা হল। সমতা ফেরালেন লক্ষ্য। খেলার ফল ১২-১২। বির🤪তির পর পাঁচটির মধ্যে চারটি পয়েন্ট জিতলেন লক্ষ্য।
তৃতীয় গেমের বিরতিতে এগিয়ে ইন্দোনেশিয়া, ৪ পয়েন্টে পিছিয়ে লক্ষ্য
তৃতীয় গেমের বিরতিতে এগিয়ে ইন্দোনেশিয়া। খেলার ফ🍎ল অ্য়ান্টনি ১১-৭ লক্ষ্য।
নির্ণায়ক গেমে টক্কর দিচ্ছেন লক্ষ্য
নির্ণায়ক গেমে টক্কর দিচ্ছেন লক্ষ্য। সামান্য এগি�🐟�য়ে ইন্দোনেশিয়া। তবে লিড এগিয়ে অনেকটা এগিয়ে যেতে দেননি লক্ষ্য। খেলার ফল অ্য়ান্টনি ৯-৬ লক্ষ্য।
তৃতীয় গেমে প্রথম পয়েন্ট লক্ষ্য সেনের
তৃতীয় গেমে প্র🌺থম পয়েন্ট লক্ষ্য সেনের। খেলার ফল অ্য়ান্টনি ২-১ লক্ষ্য। দ্বিতীয় পয়েন্টে সবকিছু করেই পয়েন্ট পাননি। সহজ শট মিস করেন।
ওয়ান অল!!! ফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তন লক্ষ্য সেনের
ওয়ান অল!!! দুর্দান্ত প্🐷রত্যাবর্তন লক্ষ্য সেনের। দ্বিতীয় গেম জিতলেন ২১-১৭ পয়েন্টে। ম্যাচের ফল ১-১। তৃতীয় গেমে নির্ধারিত হবে, প্রথম ম্যাচ কার♏ দখলে যাবে। দ্বিতীয় গেমে লক্ষ্যকে অনেক বেশি ছন্দে দেখিয়েছে। প্রথম গেমের মতো ধুঁকছিলেন না।
ভাগ্যের সহায় পেলেন লক্ষ্য সেন
ভাগ্যের সহায় পেলেন লক্ষ্য সেন। তবে সেই ভাগ্যের দরকার হয় সকলেরই। আপা🍷তত এগিয়ে আছেন লক্ষ্য।
দ্বিতীয় গেমে ছন্দে লক্ষ্য, ম্যাচে ফেরার চেষ্টায় ভারত
দ্বিতীয় গেমে এগিয়ে লক্ষ্য সেন। বিরতিতে লক্ষ্য এগিয়ে ১১-৭ পয়েন্টে। এবার তাঁকে অনেকটা ভালো ছন্🌞দে দ൩েখাচ্ছে।
কী দুর্ধর্ষ খেলা! ও লক্ষ্য! দারুণ পয়েন্ট
এখনও পর্যন্ত 💙ম্যꦦাচের সেরা পয়েন্ট। কী দুর্ধর্ষ খেলা! ও লক্ষ্য! দারুণ পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। যা তাঁকে মানসিকভাবে চাঙ্গা করবে। খেলার ফল অ্যান্টনি ৫-৯ লক্ষ্য।
দ্বিতীয় গেমে ভালো শুরু লক্ষ্য সেনের
দ্বিতীয় গেমে ভালো শুরু লক্ষ্য সেনের। খেলা𝓰র ꦛফল অ্যান্টনি ৩-৬ লক্ষ্য।
কোর্টে ধুঁকছেন লক্ষ্য, প্রথম গেমে হারল ভারত
কোর্টে ধুঁকছেন লক্ষ্য সেন। প্রথম গেমে হারল ভারত। প্রথম গেমের ফলাফল ২১-৮। টানা ১২ পয়েন্ট জিতে গেম পয়েন্ট পৌঁছে যান অ্যান্টনি। তারপর একটা পয়েন্ট পান লক্ষ্য। তাতে কোনও লাভ হয়নি। ജদ্বিতীয় গেমে লক্ষ্যের বডি ল্যাঙ্গুয়েজ প꧅ালটাতে হবে। প্রথম গেমে একাধিকবার কোর্টে পড়ে গিয়েছেন।
ছন্দে নেই লক্ষ্য, ছেলেখেলা করছে ইন্দোনেশিয়া
ক্রমশ লিড বাড়াচ্ছেন অ্যান্টনি। লক্ষ্য সেনকে নিয়ে কার্যত ছেলেখেলা করছেন বিশ্বের পাঁচ নম্বর তারকা। একাধিকবার ক✅োর্টে পড়লেন লক্ষ্য। ভারতীয় তারকার হাবভাব দেখেও মনে হচ্ছে যে ছন্দে নেই। খেলার ফল অ্যান্টনি ১৭-৭ লক্ষ্য।
ফাইনালে পিছিয়ে যাচ্ছেন লক্ষ্য, দারুণ খেলছে ইন্দোনেশিয়া
প্রথম ম্যাচের প্রথম গেমের প্রথম ভাগে পিছিয়ে ভারত। খেলার ফল অ্যান্টনি ১১-৭ লক্ষ্য। একটা সময় এগিয়ে গেলেও লক্ষ্যকে রীতিমতো চাপে ফ🍨েলে দিচ্ছেন অ্যান্টনি।
পরপর দু'বার কোর্টে পড়ে গেলেন লক্ষ্য
পরপর দু'বার কোর্টে পড়ে গেলেন লক্ষ্য সেন। এগিয়ে ইন্দোনেশিয়া। আপাতত খꦐেলার ফল অ্যান্টনি ৬-৫ লক্ষ্য।
আক্রমণাত্মক লক্ষ্য, ম্যাচে প্রথমবার লিড পেল ভারত
ম্যাচে প্রথমবার লিড পেলেন লক্ষ্য সেন। দ൩ুর্দান্ত অ্যাটাকিং 🥂খেললেন। ম্যাচের ফল অ্যান্টনি ২-৩ লক্ষ্য।
থমাস কাপ ফাইনালে প্রথম পয়েন্ট পেল ভারত
থমাস কাপ ফাইনালে প্রথম পয়েন্ট পেল ভারত। এক পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। খেলার ফল অ্যান্টনি ২-১ লক♉্ষ্য।
থমাস কাপ ফাইনালের প্রথম পয়েন্ট পেল ইন্দোনেশিয়া
থমাস কাপ ফাইনালের প্রথম পয়🎃েন্ট পেল ইন্দোনেশিয়া। খেলার ফল ১-০।
স্বপ্নের দৌড় পূরণে ভারতের প্রথম বাজি লক্ষ্য, পারবেন লিড দিতে?
স্বপ্নের দৌড়ের শেষ ধাপ। শুরু হয়ে গেল থ♍মাস কাপের ফাইনাল। প্রথম ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করছেন লক্ষ্য সেন। প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার অ্যান্টনি জিনটিং।
১৪ বারের চ্য়াম্পিয়নের মুখোমুখি প্রথমবারের ফাইনালিস্ট ভারত
শুরু হয়ে গেল থমাস কাপের ফাইনাল। ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে প্রথমবারের ফাইনালিস্ট ভারত। থমাস কাপের ইতিহাসে এই প্রথম ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। তার ফলে ইতিমধ্যে ইতিহাস তৈরি হয়ে গিয়েছে। তবে সেখানেই থামতে চ🀅ায় না ভারত। বরং থমাস কাপে সোনা জিতে ব্যাডমিন্টনের ইতিহাসে স্বর্ণাক্ষরে 🐷নিজেদের নাম খোদাই করে রাখতে বদ্ধপরিকর লক্ষ্য সেনরা।
থমাস কাপে তেমন ছন্দে নেই লক্ষ্য, ফাইনালে ফর্ম ফিরবে?
প্রথম ম্যাচে নামবেন লক্ষ্য সেন। বিশ্বের ক্রমপর্যায়ে তাঁর স্থান নয়। তবে এবার টুর্নামেন্টে তেমন ছন্দে নেই অল ইংল্যান্ডের রানার্স আপ। নিজের থেকে এগিয়ে থাকা সব খেলোয়াড়ের কাছে হেরে গিয়েছেন। আজও তাঁর থেকে ক্রমপর্যায়ে এগিয়ে থাকা꧂ খেলোয়াড়ের বিরুদ্ধে নামছেন লক্ষ্য। ইন্দোনেশিয়ার অ্যান্টনি জিনট💜িং অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছেন।
স্বপ্নের দৌড় অব্যাহত থাকবে ভারতের?
এবার থমাস কাপের শুরুতে বিশে💜ষজ্ঞরা সম্ভবত ভাবতেই পারেননি যে ভারত ফাইনালে পৌঁছাতে পারে। ঠিক সেটাই করেছে ভারত। হারিয়েছে পাঁচবারের চ্য়াম্পিয়ন মালয়েশিয়া এবং ডেনমার্ককে। রবিবারও কি স্বপ্নের দৌড়ে অব্যাহত থাকবে?
Thomas Cup: ব্যথাকে তুচ্ছ করে দুর্দান্ত লড়াই, ঐতিহাসিক সেমি চলাকালীন কী ভাবছিলেন প্রণয়?
সেমিফাইনালে ২-২ ছিল। নির্ণায়ক ম্যাচে নেমেছিলেন এইচএস প্রণয়। অথচ ব্যথা ছিল। সেই ব্যাথা কাবু করতে পারেননি ভারতীয় শাটলারকে। সেইসময় কী ভাবছিলেন তিনি, পড়ে নিন এখানে
১৪ বারের চ্য়াম্পিয়ন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে লড়াই প্রথমবার ফাইনালিস্ট ভারতের
ভারতের প্রতিপক্ষের ট্র্যাক রেকর্ড এবং ইতিহাস দুর্দান্ত। এখনও পর্যন্ত ১৪ বার থমাসꦛ কাপ জিতেছে ইন্দোনেশিয়া। সেখানে এটাই প্রথম থমাস কাপ ফাইনাল ভারতের।
Thomas Cup 2022 Final Live Streaming: কখন ও কোথায় দেখবেন ভারতের ঐতিহাসিক ম্যাচ?
Thomas Cup 2022 Final Live Streaming: কখন ও কোথায় দেখবেন ভারতের ঐতিহাসিক ম্যাচ? – আরও পড়ুন এখানে
ভারত বনাম ইন্দোনেশিয়া ম্যাচের সূচি
ফাই🥀নালের সূচি: থমাস কাপে ভারতের প্রথম ম্যাচে খেলবেন লক্ষ্য সেন। তারপর নামবে সাত্যিকসাইরাজ রানকিরেড্ড🎉ি ও চিরাগ শেটির জুটি। তারপর ফের সিঙ্গলস হবে। নামবেন কিদাম্বি শ্রীকান্ত। তারপর লড়াই করবেন এম আর অর্জুন এবং ধ্রুব কাপিলা। পঞ্চম তথা ফাইনাল ম্যাচে নামবেন এইচএস প্রণয়।
'গো ফর গোল্ড', ইতিহাস তৈরির ফাইনালে নামছে ভারত
Thomas Cup 2022 Final India 💝vs Indonesia LIVE: রুপো নিশ্চিত। তবে সেখানেই থামতে চায় না ভারত। বরং থমাস কাপে সোনা জিতে ব্যাডমিন্টনের ইতিহ𝄹াসে স্বর্ণাক্ষরে নিজেদের নাম খোদাই করে রাখতে বদ্ধপরিকর লক্ষ্য সেনরা। সেই লক্ষ্যেই আজ ব্যাঙ্ককে থমাস কাপ ফাইনালে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে নামছে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।