বিসিসিআইয়ের তরফে সবুজ সংক🀅েত মিলেছিল। যদিও তার পরেও স্থগিত হয়ে গেল তামিলনাড়ু প্রিমিয়র লিগের আসর। করোনা মহামারির জেরে তামিলনাড়ুতে জারি হওয়া লকডাউন🍸 বিধি-নিষেধের জন্যই অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হল জনপ্রিয় এই টি-২০ টুর্নামেন্ট।
তামিলন🎀াড়ু ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে যে, টিএনপিএলের পরিবর্তিত সূচি লকডাউন প্রত্যাহার করা হলে 🍸তার পরে জানানো সম্ভব হবে।
আইপিএলের রেশ কাটতে না কাটতেই শুরু হওয়ার কথা ছিল তামিলনাড়ু প্রিম꧒িয়র লিগ। আইপিএল ২০২১ শেষ হওয়ার কথা ছিল ৩০ মে। তামিলনাড়ু প্রিমিয়র লিগ শুরু হতো ৪ জুন। করোনা ভাইরাসের জন্য আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যায়। টিএনপিএল শুরুর আগেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে হয়।
টিএনপিএলের সিইও প্রসন্ন খান্না Inside Sport-কে বলেন, ‘তামিলনাড়ুতে এখন লকডাউন চলছে। কবে লকডাউন প্রত্যাহার করা হবে, সেটা জানতে পারলে ✤তার পরেই ♛পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। সুতরাং, লকডাউন প্রত্যাহার না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত বছর 🅰করোনা মহামারির জন্য টিএনপিএল স্থগ🐓িত হয়ে যায়। এবছর বায়ো-বাবলে ৮ দলের এই ঘরোয়া টি-২০ লিগ আয়োজনের অনুমতি দিয়েছে ভারতীয় বোর্ড। প্রাথমিক সূচি অনুযায়ী ৪ জুন তিরুনেলভেলিতে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৪ জুলাই সালেমে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।