অবিশ্বাস্য বোলিং বললেও কম বলা হয়। তামিলনাড়ু প্রিমির লিগে সাই কিশোরের ঘূর্ণিতে উড়ে গেল তিরুপুর তামিলান্স। ব্যাট হাতেও উল্লেখযোগ্য অবদান রাখেন রবিশ্রীনিবাসন। সুতরাং♌🐭 বলাই যায় যে, শুক্রবার একার হাতে চিপক সুপার গিল্লিসকে ম্যাচ জেতালেন সাই কিশোর।
সালেমে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে চিপক। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান তোলে। উথিরাস্বামী শশীদেব দলের হয়ে সব থেকে বেশি ৪৫ রান করেন। এছাড়া রাধাকৃষ্ণন ২৪, শাই কিশꦛোর ১৯, হরিশ কুমার ১৬ ও সনু যাদব ১২ রান করেন। অশ্বিন ক্রাইস্ট তিরুপুরের হয়ে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প🔜্রথম ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
পালটা ব্যাট করতে নেমে তিরুপুর ১৯.৩ ওভারে ৭৩ রানে অল-আউট হয়ে যায়। শ্রীকান্ত অনিরুদ্ধ ২৫, এস অরবিন্দ ১০ ও তুষার রাহেজা ১১ রান করেন। বাকিরা কেউ দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ৬০ রানের বড় ব্যবধানে ম্যাচ💃 জেতে চিপক।
সাই কিশোর ৪ ওভার বল করে ৩টি মেডেন ওভার নেন। মাত্র ২ রানের বিনিময়ে তিনি ৪টি উইকেট দখল করেন। রবিশ্রীনিবাসন কোটার ২♌৪টি ব📖লের মধ্যে মোট ২২টি ডট বল করেন।
এছাড়া𒁏 চিপকের হয়ে হ্যাটট্রিক করেন সন্দীপ ওয়ারিয়র। তিনি ১১.৫ ও ১১.৬ ওভারে আউট করেন যথাক্রমে তুষার রাহেজা ও সুরেশ কুমারকে। ১৯তম ওভারে পুনরায় বোলিংয়ে এসে প্রথম বলেই (১৮.๊১ ওভারে) তিনি তুলে নেন এম মহম্মদের উইকেট। সব মিলিয়ে তিনি ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট পকেটে পোরেন। ২টি উইকেট দখল করেন আলেকজান্ডার। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সাই কিশোর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।