একদা আইপিএলের মঞ্চ মাতানো শাহরুখ খান এবার ব্যাট হাতে ঝড় তুললেন তামিলনাড়ু প্রিমিয়র লিগে। যদিও তাঁর লড়াই ব🅰্যর্থ হয় দল ম্যাচ হারায়।
চলতি তামিলনাড়ু প্রিমিয়র লিগের ১৭তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে লাইসা কোবাই কিংস ও চিপক সুপার গিল্লিস। টস হেরে শুরুতে ব্যাট করত💮ে নামে কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭০ রান তোলে।
মাত্র ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করা শাহরুখ খান ২৮ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ৫টি ছক🃏্কা মারেন। এছাড়া সুরেশ কুমার ৩২, সাই সুদর্শন ২৭ ও অভিষেক তানওয়ার ২৮ রান করেন। সাই কিশোর ২৫ রানে ২টি উইকেট দখল করেন।
আরও পড়ুন:- TNPL 2022: দল হারলেও ঝোড়ো ইনিংসে মুꦿরলি বিজয় বোঝালেন, এখনও 🔜ফুরিয়ে যাননি তিনি
পালটা ব্যাট করতে নেমে চিপক ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭১ রান তুলে নেয়। অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন নারায়ন জগদীশান। তিনি 𓂃৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৭৫ রান করে আউট হন।
আরও পড়ুন:- TNPL 20🎉22: অবশেষে ছন্দে ফিরলেন KKR স্পিনার, ৪ ওভারে ১৪ রানে পেলেন ২ উইকেট, জিতল দল🌌ও
সাই কিশোর নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ১টি চার ও ৪টি ছক্💯কার সাহায্যে ৩৩ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন। চিপক ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে। ব্যাটে-বলে ম্যাচ জেতানো পারফর্ম্যান্স উপহার দিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সাই কিশোর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।