একদা আইপিএলের মঞ্চ মাতানো শাহরুখ খান এবার ব্যাট হাতে ঝড় তুলল🐎েন তামিলনাড়ু প্রিমিয়র লিগে। যদিও তাঁর লড়াই ব্যর্থ হয় দল ম্যাচ হারায়।
চলতি তামিলনাড়ু প্রিমিয়♐র লিগের ১৭তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে লাইসা কোবাই কিংস ও চিপক সুপার গিল্লিস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে𓄧 কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭০ রান তোলে।
মাত্র ২৬ বলে꧋ ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করা শাহরুখ খান ২৮ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ৫টি ছক্কা মারেন। এছাড়া সুরেশ কুমার ৩২, সাই সুদর্শন ২৭ ও অভিষেক তানওয়ার ২৮ রান করেন। সাই কিশোর ২৫ রানে ২টি উইকেট দখল করেন।
আরও 💞পড়ুন:- TNPL 2022: দল হারলেও ঝোড়ো ইনিং🔴সে মুরলি বিজয় বোঝালেন, এখনও ফুরিয়ে যাননি তিনি
পালটা ব্যাট করতে নেমে চিপক ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭১ রান তুলে নেয়। অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন নারায়ন জগদীশান। তিনি ৬টি চার ও ৩ট꧂ি ছক্কার সাহায্যেꦚ ৫১ বলে ৭৫ রান করে আউট হন।
আরও পড়ুন:- TNP💫L 2022: অবশেষে ছন্দে ফিরলেন KKR স্পিনার, ৪ ওভারে ১৪ রানে পেলেন ২ উইকেট, জিতল দলও
সাই কিশোর নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন। চিপক ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে। ব্যাটে-বলে ম্যাচ জেতানো পারফর্ম্যান্স উপহার দিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার 𝓡নির্বাচিত হন সাই কিশোর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।