শুরু থেকেই ব্যাটে-বলে দলের পারফর্ম্যান্সে কার্যকরী অবদান রেখে চলেছেন শাহরুখ খান। এবার গুরুত্বপূর্ণ সময়ে নিজের সেরাটা মেলে ধরে কোবাই কিংসকে চলতি তামিলনাড়ু প্রিমিয়র লিগের ফাইনালে তুল🍌লেন শাহরুখ।
নেল্লাই রয়্যাল কিংসের বিরুদ্ধে টিএনপিএল ২০২২-এর দ্বিতীয় কোয়ালিফায়ারের লড়াইয়ে নামে কোবাই কিংস। হাই-স্কোরিং ম্য়াচে বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ম্যাচ জেতানো হ🐻াফ-সেঞ্চুরি করেন শাহরুখ। মূলত ক্যাপ্টেনের অল-রাউন্ড পারফর্ম্যান্সের সুবাদেই কোবাই কিংস শেষ বলের থ্রিলারে ২ উইকেট জয় তুলে নে🌌য়।
টস হেরে শ▨ুরুতে ব্যাট করতে নামে রয়্যাল কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। সঞ্জয় যাদব ২৬ বলে ৫৫ রান করেন। তিনি ৭টি ছক্কা মারেন। এছাড়া বাবা অপরাজিত ৪৪,🌠 জি অজিতেশ ৩৮, শ্রী নিরঞ্জন ৩৪ ও সূর্যপ্রকাশ ২৫ রান করেন।
আরও পড়ুন:- KKR-এর বরুণকে টেক্কা দিয়ে দুরন্ত 🍌বোলিং অশ্বিনের, মাত্র ১২৯ রান তুলেও ৫৩ রানে ম্যাচ জয়
শাহরুখ ২১ রানে ১ উইকেট দখল করেন। এছাড়া অভিষেক তানওয়ার ও মণীশ রবি ২টি করে উইকেট ন🔴েন। ১টি উইকেট নেন সাই সুদর্শন।
পালটা ব্যাট করতে নেমে কোবাই কিংস ১৯🗹 ওভারে ৭ উইকেটে ১৯৩ রান তোলে। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল তাদের। নিরঞ্জনের শেষ ওভারের প্রথম ৩ বলে ২টি চার ও ১টি ছ𓆉ক্কা মারেন শাহরুখ। শেষমেশ ব্যক্তিগত ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। ২৪ বলের ম্যাচ জেতানো ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কা মারেন শাহরুখ।
আরও পড়ুন:- ৪ ওভার বল করে 💟২ রানে ৪ উইকেট, অবিশ্বাস্য বোলিংয়ে ম্যাচ জেতালেন সাই কিশোর
এছাড়া গঙ্গা শ্রীধর রাজু ২৮, সুরেশ কুমার ২১, সাই সুদর্শন ৫৩ ও অভিষেক তানওয়ার ২৩ রান করেন। কর্তিক মনিকান্দন ৩টি এবং ইশ্বরন ও অপরাজিত ২টি করে উইকেট নেন।📖 ম্যাচের সেরা হন শাহরু🐲খ। ফাইনালে চিপক সুপার গিল্লিসের মুখোমুখি হবে কোবাই কিংস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।