৫১ রানে ৭ উইকেট হারিয়ে বসার পরে কোনও দলে ১০০ রানের গণ্ডি টপকাতে পারবে কিনা, আলোচনা🔯 হয় সেই বিষ🌟য়েই। তবে শুধু একশোর গণ্ডি টপকানোই নয়, চলতি তামিলনাড়ু প্রিমিয়র লিগে চিপক সুপার গিল্লিস পৌঁছে যায় ৮ উইকেটে ১৩৫ রানে।
যদিও এমন চোয়াল🉐চাপা লড়াই চালিয়েও জয় তুলে নেওয়া সম্ভব হয়নি চিপকের পক্ষে। তারা ৪ উইকেটে হার মানে মাদুরা꧅ই প্যান্থার্সের কাছে।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে চিপক। শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা দলকে লড়াইয়ের রসদ এনে দেন উতিরাস্বামী শশীদেব। তিনি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৫৮ রান করে আউট হন। ৯ নম্বরে ব্যাট করতে নেমেꦫ হরিশ কুমার ৩৯ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন:- LEI vs IND: মাঠে নেমেই স্টেপ-আউট করে ছক্কা, ছন্দে ফেরার ইঙ🐈্গিত দিলেন কোহলি, ভ🐷িডিয়ো
কেকেআরের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ৪🐼 ওভার বল করে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ৩৪ রানে ৩ উইকেট নেন কিরণ আকাশ। অউশিক শ্রীনিবাস নেন ১টি উইকেট।
পালটা ব্যাট করতে নেমে মাদুরাই ১৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়♎ের জন্য প্রয়োজনীয় ১৩৬ রান তুলে নেয়। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন অনিরুদ্ধ। অরুণ কার্তিক ৩১ ও রাজকুমার ১৯ রান করেন। ১ রান করে আউট হন বরুণ চক্রবর্তী। ২০ রানে ৩টি উইকেট নেন আলেকজান্ডার। ম্যাচের সেরা হয়েছেন অনিরুদ্ধ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।