টোকিও প্যারালিম্পিক্স থেকে ফের সাফল্য পেল ভারত। মঙ্গলবার প্যারা গেমসের সপ্তম দিনে শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলের এসএইচওয়ান বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের সিংরাজ আদানা। কোয়ালিফিকেশন রাউন্ডে ৬ নম্বরে থেকে ফাইনা🎃লে উঠেছিলেন তিনি। চলতি প্যারা গেমসে সব মিলিয়ে ভারতের পদক দাঁড়াল ৮টি। ২টি সোনা, ৪টি রুপো এবং ২টি ব্রোঞ্জ।
ফাইনালে সিংরাজের মোট স্কোর ছিল ২১৬.৮। তৃতীয় স্থানে শেষ করেন তিনি। ভারতের আর এক প্রতিযোগী মণিশ নারওয়াল সাত নম্বর স্থানে শেষ করেছেন। মণিশ বাছাই পর🐭্বে ৫৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন। তখন থেকেই তাঁকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে ফাইনালে তিনি চূড়ান্ত নিরাশ করেন।
১০ মিটার এয়ার পিস্তলের ꦬএসএইচওয়ান বিভাগে প্যারালিম্পিক্সে রেকর্ড গড়ে সোনা জিতলেন চিনের চাও ইয়ং। তাঁর স্কোর ২৩৭.৯। এই নিয়ে পরপর দু'বার প্যারালিম্পিক্সের একই বিভাগে সোনা জিতলেন চাও। রুপো জিতেছেন চিনেরই হুয়াং সেং। তাঁর স্কোর ২৩৭.৫।
এর আগে কোনও প্যারালিম্পিক্স থেকে একই সঙ্গে এত পদক কখনও পায়নি ভারত। কয়েক মাস আগে প্যারা শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতেছিলেন সিংরাজ। আজও সোনার দিকেই এগোচ্ছিলেন। তবে শেষের দিকে কয়েকটি শটের কারণে ব্রোঞ্জ জিতেই খুশি 🏅থাকল হল তাঁকে।
সোমবার টোকিও প্যারিলিম্পিক্সে ছিল সোনার দিন। একদিনে দু'টি সোনা পেয়েছিল ভারত। সকালে ১০ মিটার প্যারা শ্যুট๊িংয়ে অবনী লেখারা-র পর, বিকেলে জ্যাভলিনে এফসিক্সটিফোর বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন সুমিত 🐽আন্তিল। ৭ অগস্ট টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। আর সেই টোকিওতেই প্যারালিম্পিক্সের জ্যাভলিনেই নীরজের ২৩ দিন পর সোনা জেতেন সুমিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।