আইপিএল ২০২০-তে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র ২টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান টম ব্যান্টন। বাকি সময়টায় তাঁকে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়। আইপিএল ২০২১ নিলামের আগে কেকেআর স্কোয়াড থেকে ছ🐽েড়ে দেয় ব্রিটিশ ওপেনারকে।
বাদ পড়ে ব্যান্টনের প্রতিক্রিয়া ছিল, আইপিএলে রিজার্ভ বেঞ্চে বসে থাকার থেকে কাউন্টি ক্রিকেটে মাঠে নামা ভালো। তিনি ইঙ্গিত দেন যে, এবছর আইপিএ💎ল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেন🌠নি।
আইপিএল খেলবেন কিনা, সেটা সময় বলবে। তবে টম ব্যান্টন ব্যꦐাট হাতে ঝড় তুলে আবু ধাবি টি-১০ লিগে ম্যাচ জেতালেন কালান্দার্সকে। পুণে ডেভিলসের বিরুদ্ধে ১৮ বল๊ে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেন ব্রিটিশ ওপেনার। তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মারেন।
প্রথমে ব্যাট করে পুণে ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০৭ রান তোলে। টম ক্যাডমোর ২৮ বলে ৫৪ রান করেন।🌸 তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। ২৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন ডারউইস রসুলি। তিনি ৪টি চার ও ১টি ছকꦿ্কা মারেন।
জবাবে ব্যাট করতে নেমে কালান্দার্স ৭.১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুলে ম্যাচ জিতে যায়। শার্জিল খান ২৮ ও সোহেলಌ আখতার ৩৩ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হন ব্য💧ান্টন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।