অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের হারিয়ে টানা তিন ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রথমবার আয়োজিত টুর্নামেন্টে তিনে তিন ম্যাচে জিতে ৬ পয়েন্টের সবটা তুলে সুপার সিক্সে গেলেꦿন দিশা-প্রত্যাশা-স্বর্ণারা। গীতিকা-স্নিগ্ধাদের দেওয়া ছোটো লক্ষ্য সহজে টপকে গি🙈য়েছে লাল-সবুজের দল।
বুধবার ব𝓰েনোনিতে টসে জিতে আগে ব্যাটে নামেন মার্কিন মেয়েরা। নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র🍌 ১০৪ রান তুলতে পারে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় ছুঁয়ে ফেলে টিম জুনিয়র টাইগ্রেসরা।
সুপার সিক্সে ‘এ’ গ্রুপের⛄ শীর্ষের বাংলাদেশের প্রথম ম্যাচ ২১ জানুয়ারি। প্রতিপক্ষ হতে পারে ডি-গ্রুপের রানার্সআপ দল, যে অবস্থানের জন্য লড়ছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহি।
বাংলাদেশের প্রথম সাফল্য আসে চতুর্থ ওভারে, পেসার দিশা বিশ্বাসের বলে। ওপেনার লাসিয়া ম🦋ুল্লাপুডিকে পাঁচ রানে ফেরান টাইগ্রেস অধিনায়ক। প্রথম ১ꦏ০ ওভারে ৩.৬০ গড়ে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৬ রান তুলতে পারে মার্কিনবাহিনী।
১৫ তম ওভারের দ্বিতীয় বলে ২০ রানে ব্যাটে থাকা ওপেনার দিশা ধীনগ্রাকে রান আউটে ফেরান গত ম্য🏅াচে ঝড়গতির অর্ধশতরান করা🎐 স্বর্ণা আক্তার। পরের বলে স্নিগ্ধা পালকে বোল্ড করেন দিশা। সর্বোচ্চ ২৬ রান আসে স্নিগ্ধার ব্যাটে।
অধিনায়ক দিশা ১৩ রানে নেন দুটি উই🐎কেট। ৪ ওভারের স্পেলে একটি মেডেনও রয়েছে তার। মারুফা আক্তার ১৭ রানে একটি উইকেট নেন। রাবেয়া খান ৪ 🍸ওভারে দেন ১৪ রান।
লো স্কোরিং ম্যাচে জয়ের লক্ষ্যে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। চতুর্থ ওভারে ওপেনার সুমাইয়া আক্তারের🍃 উইকেট তুলে নেন স্নিগ্ধা পাল। আগের ম্যাচে ফিফটি করা আফিয়া প্রত্যাশা ফেরেন পরের ওভারেই। তার ব্যাটে আ𝐆সে মাত্র আট রান।
আরও পড়ুন: IND-W vs SCO-W, U19 T20 WC: ৬৬ রানে গুড়িয়ে 🥀গেল স্কটিশরা, ৮৩ রানে বড় জয় ভারতের
তৃতীয় উইকেট জুটিতে দিলারা আক্তার ও স্বর্ণা আক্তারের ব্যাটে আসে ৩৮ রান। নবম ওভারে স্বর্ণা ১৪ বলে ২২ রান করে সাজঘরে ফিরলে ছন্দপতন ঘটে দিলারার ব্যাটেও। পরের ওভারে তিনি ফেরেন ১৭ রানে। ১০ ওভার শেষে বাংলাদ🦋েশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৬৫ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।