ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত পারফর্ম করে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতীয় দল। দুরন্ত পারফরমেন্স কর🎃েছেন তরুণ তারকারা। সেমিফাইনালে ভারতীয় দল (ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল) অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে পরাজিত করে। এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক যশ ধুল। এই ম্যাচে ১১০ বলে ১১০ রানের ইনিংস খেলেন যশ। তার ইনিংসই লিখেছে ভারতের জয়ের চিত্রনাট্য। যশের এই ইনিংসে এবং দলের ফাইনালে ওঠায় দারুণ খুশি তার বাবা বিজয় ধুল। বিজয় আশা করছেন যে টিম ইন্ডিয়া এবার বিশ্বকাপ জিতে ফিরবে, তবে তিনি একটি পরামর্শও দিয়েছেন যে ফাইনালের সামনে থাকা দলটিকে হালকাভাবে নেওয়া🥀 উচিত নয়।
সেমিফাইনালে ঝলমলে সেঞ্চুরি করার পর খুব খুশি ক্যাপ্টেন যশ ধুলের পরিবার। যশের বাবা বিজয় ধুল বলেছেন, ‘অবশ্যই বিশ্বকাপ জিতবে ভারতীয় দল। ভার🌄তীয় দল যে ধরন𒐪ের পারফরম্যান্স করছে, তার ওপর ভিত্তি করেই শিরোপা জয়ের দাবিদার। অন্য দলটিও (ইংল্যান্ড) ভালো পারফর্ম করে ফাইনালে উঠেছে। পুরো জাতি তার কাছে ফাইনালে ভালো করার প্রত্যাশা করছে। এখন পর্যন্ত সে ভালো পারফরম্যান্স করেছে, তাই তার কাছ থেকে শিরোপা জয়ের আশা মানুষের।’
টানা চতুর্থবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে, তারা ৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে। দুই দলই ধারে ভারে প্রায় সমান। এমন অবস্থায় ভারতীয় দলের জয় দেখতে পাচ্ছেন ভারতের যুব দলের অধিনায়কের বাবা। তিনি বিশ্বাস করেন তার ছেলেরা জিতে ট্রফি ভারতে নিয়ে আনবেন। যশের বাবা বলেন, ‘সব ছেলেই ভালো করছে। এখন দুই দলই সমান, তাই ওইদিন যে দল ভালো করবে তারাই জিতবে। এই ক্রিকেটটা এখনকার খেলা। একজন ভারতীয় হিসাবে, আমরা আশা করব যে আমরা কেবল জিতব কিন্তু অন্য দলও ফাইনালে উঠেছে꧙। ক্রিকেটে আমরা শেখাই যে সামনের দলকে সম্মান করতে হবে। যে দলটি বেরিয়ে আসে তাদের সঙ্গে সমান আচরণ করুন। কোনও সন্দেহ নেই যে আমরা ট্রফি জিতে নামব, তবে অন্য দলকে অবমূল্যায়ন করবেন না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।