এবারের যুক্তরাষ্ট্র ওপেনে ভারতের হয়ে শেষ আশা ছিলেন রোহন বোপান্না। তবে চুতর্থ ব💮াছাই রাজীভ রাম ও জো স্যালিসবারির বিরুদ্ধে বোপান্না🍌-ইভান ডডিচ জুটির লড়াইটা যে একেবারেই সহজ হবে না, তা সকলেই জানতেন। তৃতীয় রাউন্ডে তিন সেটের কড়া টক্করের পর পরাজিত হলেন বোপান্নারা।
প্রথম সেটে শুরুটা মন্থরভাবে করেও ম্যাচ টাই ব্রেকারে পৌঁছালে বোপান্নারা নিজেদের সেরাটা বের করে আনেন। ৫-১ এগিয়ে যাওয়ার পর রাজীভরা পর পর দুই পয়েন্ট নিয়ে ফিরে আসার আশা জাগলেও, তাতে দল ঢ▨েলে সেট নিজেদের নামে করে ইন্দো-ক্রোট জুটি। দ্বিতীয় সেটের চতুর্থ গেমে ব্রেক পয়েন্ট পেয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করার সুযোগ চলে আসে বোপান্নাদের কাছে। তবে সেই সুযোগ কাজে লাগাতে তাঁরা ব্যর্থ তো হনই, উপরন্তু নবম গেমে ডডিচের সার্ভ ব্রেক করতে সক্ষম হন রাজীভ-জো।
ম্যাচের হাওয়া বদলের ইঙ্গিত স্পষ্টতই দেখা যাচ্ছিল। ৬-৪ দ্বিতীয় সেট জিতে রাজীভরা ম্য়াচে সম﷽তা ফেরানোর পর তৃতীয় সেটে ফের একবার সেয়ানে সেয়ানে টক্কর চলে। সেট পুনরায় গড়ায় টাই𝓡 ব্রেকারে। তবে এখানে আর তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বোপান্না-ডডিচ জুটি। টাই ব্রেকার, গেম, সেট ও ম্যাচ জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করেন রাজীভ রাম-জো স্যালিসবারি জুটি।
আড়াই ঘন্টার ম্যাচে ৭-৬ (৩), ৪-৬, ৬-৭ (৩) ফলাফলে ম্যাচ নিজেদের পকেটে ভরে✅ন আমেরিকান-ইংলিশ জুটি। তাঁদের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ম্যাক্স পুরসেল ও ম্যাথিও এবডেন জুটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।