বিশ্বের দ্বিতীয় বাছাই স্প্যানিশ টেনিস খেলোয়াড় রাফায়েল নাদালের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। রাফায়েল নাদাল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে তার শিরোপা রক্ষা করতে নেমেছিলেন, কিন্তু দ্বিতীয় রাউন্ডেই তিনি হেরে, টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। আমেরিকার এক অচেনা খেলোয়াড় তাঁকে হারিয়ে সকলকে চমকে দিয়েছে। এই ম্যাচ দেখতে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন নাদালের স্ত্রী মারিয়া ফ্রান্সিসকা পেরেলো। নাদালের পরাজয়ের আগে꧃ যখন নাদাল চোট পেয়ে কাতরাচ্ছেন তখন🅘 দর্শক আসনে বসে কাঁদতে শুরু করেন রাফায়েলের স্ত্রী। মারিয়ার আবেগঘন ভিডিয়ো ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন… এখনই অ🍸বসর নয়, ৪২ বছর বয়সে অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের অ্যাশেজ খেলতে চান অ্যান্ডারস🍌ন
পুরুষদের সিঙ্গলক বিভাগে দ্বিতীয় রাউন্ডে ৩৭ বছর বয়সী রাফায়েল নাদাল আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে ৪-৬, ৪-৬ এবং ৫-৭-এ পরাজিত হন। এরপর স্ত্রী মারিয়া নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। যে ভিডিয়ো ক্রমশ ভাইরাল হচ্ছে। বিশ্ব র্যাঙ্কিংয়💝ে ৬৫তম স্থানে থ🥃াকা ২৭ বছর বয়সী ম্যাকেঞ্জির এটি সবচেয়ে বড় জয়গুলোর একটি।
আরও পড়ুন… কু🍬স্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে রাস্তায় নামলেন বজরং, সাক্ষীরা
নিতম্বের ইনজুরির সঙ্গে লড়াই করা রাফায়েল নাদালকে ২৩তম গ্র্যান্ড স্লামের জন্য আরও অপেক্ষা করতে হবে। হারের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই নাদাল বলেছেন, ‘এটা কঠিন সময়। এটি ✤একটি কঠিন দিন ছিল। আ🦹মি যদি বলি যে আমি পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়িনি তাহলে তা হবে মিথ্যা।’ নাদালকেও কোর্টে চিকিৎসার জন্য সময় নিতে হয়েছিল। তাঁর স্ত্রীকে দর্শকদের গ্যালারিতে চোখের জল মুছতে দেখা গিয়েছে। নাদাল কোর্টে ফিরলেও পরিচিত ছন্দে দেখা যায়নি। তবে মাঝপথে ম্যাচ ছাড়তে চান না বলে জানিয়েছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।