টি টোয়েন্টি ক্রিকেটে দ্বিশতরান করে বিশ্বকে কাঁপিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান রাহকিম কর্নওয়েল। মাত্র ৭৭ বলে করলেন ২০৫ রান! বাইশ গজে কি এটা কোনও রেকর্ড, এর উত্তর অবশ্য বিশেষজ্ঞরা বলবেন, তবে রাহকিম কর্নওয়েলের ব্যাটিং তাণ্ডবের ফলে বিশ্ব ক্রিক🎉েট মঞ্চে꧂ জায়গা করে নিয়ে ২০২২ আটলান্টা ওপেন লিগ। আমেরিকার এই লিগ খেলতেই এখন ব্যস্ত রয়েছেন রাহকিম। সেখানেই তিনি এই ঝড় তুলেছেন।
বিশ্ব ক্রিকেটে ঝড় তুলছেন ওয়েস্ট ইন্ডিজের ১৪০ কেজি ব্যাটসম্যান রাহকিম কর্নওয়েল। ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগের পরে এবার আমেরিকান টি টোয়েন্টি লিগ অর্থাৎ আটলান্টা ওপেনে ঝড় তুললেন রাহকিম কর্নওয়েল। মাত্র ৭৭ বলে করলেন অপরাজিত ২০৫ রান। প্রায় ২৬৬.২ꦯ৩ স্ট্রাইক রেটে রান করলেন তিনি। এই মুহূর্তে আটলান্টা ফায়ারের হয়ে খেলছেন রাহকিম কর্নওয়েল।
২০২২ আটলান্টা ওপেন লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে স্কোয়ার ড্রাইভের বিরুদ্ধে খেলতে নেমেছিল আটলান্টা ফায়ার🌜। এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আটলান্টা ফায়ার। প্রথমে ব্যাট করতে নেমে এক প্রকার ঝড় তুলেছিলেন রাহকিম কর্নওয়েল। স্টিভেন টেলরের সঙ্গে ওপেন করতে নেমে মাত্র ৭৭ বল খেলে অপরাজিত ২০৫ রান করেন তিনি। এদিনের ইনিংসে ১৭টি চার মারার পাশাপাশি ২২টি ছক্কা হাঁকিয়েছেন রাহকিম কর্নওয়েল।
আরও পড়ুন… CPL 2022: ১৪০ কেজি ওজনের রাহকিমের ১১ ছক্কা! ওয়ারিয়র্সদের উড়িয়ে൲ ফাইনালে বার্বাডোজ
রাহকিম কর্নওয়েলের ২০৫ রানের পাশাপাশি স্টিভেন টেলর ১৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। তবে এদিন স্টিভেনের স্ট্রাইক রেট রাহকিম কর্নওয়েলের থেকেও বেশি ছিল। স্টিভেন ২৯৪.৪৪ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। এদিন স্টিভেন নিজের ইনিংসে পাঁচটি ছক্কা⛎ ও পাঁচটি বাউন্ডারি𝕴 হাঁকিয়েছিলেন। স্টিভেন আউট হয়ে যাওয়ার পরে ২৯ বলে ৫৩ রানের ইনিংস খেলেন সামি আসলাম।
আরও পড়ুন… মিশন T20 WC 2022! 💧নেই একজন, অস্ট্রেলিয়াগামী ১৪ খেলোয়াড়ের ভারতীয় দলের ছবি শেয়ার করল BCCI
নির্ধারিত ২০ ওভারে ৩২৬ রান তুলল আটলান্টা ফায়ার। এর জবাবে ৩২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আট উইকেট হারিয়ে মাত্রা ১৫৪ রান তোলে স্কোয়ার ড্রাইভ। ১৭২ রানে জয় নথিভুক্ত করে রাহকিম কর্নওয়েলের আটলান্টা ফায়ার। টুর্নামেন্টের কথা বললেন এর পুরস্কার মূল্য হল ৭💝৫ হাজার ডলার। ধীরে ধীরে ক্রিকেট এই লিগ বিশ্ব দরবারে নিজেদের জায়✅গা করে নিচ্ছে। তবে রাহকিম কর্নওয়েলের এই ইনিংস এখন অনেককেই এই লিগের দিকে টানবে। বলা যেতে পারে ২০২২ আটলান্টা ওপেন লিগের প্রতি সকলের আগ্রহ বাড়াবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।