ক্রিকেটের ময়দানে এমন ছবি ন♏তুন নয়। তবে বিজয় হাজারে ট্রফ𒁏ির সেমিফাইনালে নাটকীয়ভাবে ফিরে এল ব্যাট ভেঙে দু'টুকরো হওয়ার ঘটনা।
জয়পুরে বিজয়𝕴 হাজারে ট্রফির প্রথম সেমিফাইনালে হিমাচলপ্রদেশ মুখোমুখি হয় সার্ভিসেসের। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে হিমাচল। প্রথম ইনিংসের একেবারে শেষ ওভারে চোখে পড়ে ব্যাট ভেঙে দু'টুকরো হয়ে যাওয়ার ঘ🅰টনা।
৪৯.৩ ওভারে হিমাচল দলনায়ক ঋষি ধাওয়ান রাজ বাহাদুরের বলে রবি চৌহানের হাতে ধরা পড়েন। হিমাচল ꧟২৭৭ রানে ৬ উইকেট হারানোর পর ব্যাট হাতে ক্রিজে আসেন পঙ্কজ জসওয়াল। ওভারের চতুর্থ বলে ১ রান নেন আকাশ বশিষ্ট। পঞ্চম বলে ব্যাট করার সুযোগ পান নতুন ব্যাটসম্যান পঙ্কজ।
রাজ বাহাদুরের ফুলটস বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন পঙ্কজ। বল মাঝব্যাটে লাগা মাত্রই ব্যাট ভেঙে দু'টুকরো হয়ে যায়। বল মাটিতে গড়িয়ে বাউন্ডারি লাইনে ফিল♋্ডিং করা ফিল্ডারের হাতে যায়। তবে ব্যাটের টুকরো হাওয়ায় উড়ে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে। ম্যাচে সেই একটি বলই খেলার সুযোগ পান পঙ্কাজ। তিনি ১ রান সংগ্রহ করেন সেই বল থেকে।
শেষমেশ সেমিফাইনালে সার্ভিসেসকে ৭৭ রানের বড় ব্🧜যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্🔯চিত করে হিমাচল। প্রথমে ব্যাট করে হিমাচল ৬ উইকেটে ২৮১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র অল-আউট হয়ে যায় ২০৪ রানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।