অলিম্পিক্স থেকে দেশে ফিরতেই ফের একবার সুর চড়ালেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট। কদিন আগেই অলিম্পিক্সে দেশকে গর্বিত করেছেন ভিনেশ। হয়ত পদক পাননি তিনি, কিন্তু তাঁর লড়াই মন জিতে নিয়েছে সকলের। এই আবহেই দেশে ফিরেছিল☂েন তিনি। মনে করা হয়েছিল আবারও হয়ত খেলাতেই মন দেবেন তিনি। কিন্তু দেশের ফিরতেই ফের মহিলাদের জন্য গলা ফাটালেন ভিনেশ ফোগট। এক বছর আগে তৎকালীন কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুꦑলেছিলেন মহিলা কুস্তিগিররা।
সেই সময় কুস্তি সংস্থার কেউ তাঁদের পাশে সেভাবে না দাঁড়ালেও ভারতের তিন তারকা কুস্তিগির এক হয়ে গেছিলেন 🍒লড়াইয়ের জন্য। দুই অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক, ব❀জরং পুনিয়া এবং ভিনেশ ফোগট তাঁদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন। এবার যৌন নিগ্রহকাণ্ডে সাক্ষ দিতে যাওয়া মহিলা কুস্তিগিরদের নিরাপত্তা বাহিনী সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করলেন ভিনেশ ফোগট, অভিযোগের তীর দিল্লি পুলিশের দিকে।
পুলিশের বিরুদ্ধে ভিনেশ ফোগট, সাক্ষী মালিকরা এক যোগে অভিযোগ করেছেন, যৌন নিগ্রহকাণ্ডে সাক্ষ্য দিতে যাওয়া মহিলা কুস্তিগিরদের নিরাপত্তা বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে। ট্যুইট করতেই বিষয়টি জানাজানি হয়ে যায়। এই আবহেই কেন্দ্রের হাতে থাকা দিল্লি পুলিশ ফের টুইট করে জানায়, নিরাপত্তা আগের মতোই মোতায়েন করা রয়েছে। শুধু পার্সোনাল সিকিউরিটি অফিসার কিছু ভুল বোঝাবুঝির জন্য সেই মহিলা কুস্তিগিরদের কাছে পৌঁছাতে দেরি করেছে। ♛এছাড়াও হরিয়ানায় যেহেতু সেই কুস্তিগিররা থাকে, তাই তাঁদের নিরাপত্তার দায়ভার হরিয়ানা পুলিশকেই নেওয়ার আর্জি জানাচ্ছে দি💟ল্লি পুলিশ। নিরাপত্তা কোনওভাবেই বিঘ্ন ঘটেনি, সেই কুস্তিগিরদের জানিয়েছে দিল্লি পুলিশ।
গোটা দেশ জুড়ে কুস্তিতে যৌন কেলেঙ্কারিকাণ্ডে চাপের মুখে পড়ে কিছুটা বাধ্য হয়েই বিজেপির এই সাংসদকে সড়তে হয় নিজের পদ থেকে। নিজে থেকে পদ ছাড়তে না চাইলেনও সরকারের নির্দেশে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপর তারই ঘনিষ্ঠ সঞ্জয় সিং জিতে বসেন জাতীয় কুস্তি সংস্থার প্রধানের চেয়ারে। এবার ফের তাঁর বিরুদ্ধে সুর চℱড়ালেন ভিনেশ ফোগট।
প্রসঙ্গত প্যারিস অলিম্পিক্সে ভিনেশ ফোগট মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার জন্য ফাইনাল ম্যাচের আগে ডিসকোয়ালিফাই হয়ে যান, এই পরিপ্রেক্ষিতে অনেকে বিরোধী দলই দাবি করেছে ভিনেশের সঙ্গে চক্রান্ত হয়েছ▨ে। কুস্তি সংস্থার প্রধান সঞ্জয় সিংও দাবি করেছিলেন গত বছরে যৌন নিগ্রহকাণ্ডে আন্দোলনের জন্যই এবারে ভারত কুস্তিতে অনেক পদক কম জিতেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।