ভাইটালিটি ব্লাস্ট🎀ে দাপুটে জয় তুলে নিল ডার্বিশায়ার। নর্দাম্পটনশায়ারের ঝুলিয়ে দেওয়া বড় রানের টার্গেটে পৌঁছতে বিশেষ অসুবিধা হয়নি তাদের। সৌজন্যে, ক্যাপ্টেন শান মাসুদ ও ওয়েনি ম্যাডসেনের ঝোড়ো হাফ-সেঞ্চুরি।
ডার্বি কাউন্টি গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নর্দাম্পটনশায়ার। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৬ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। অল্পের জন্য শতরা💧ন হাতছাড়া করেন ꦑসইফ জাইব। তিনি ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলে দুর্ভাগ্যজনক রান-আউট হন। এছাড়া ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন জিমি নিশাম।
জবাবে ব্যাট করতে নেমে ডার্বিশায়ার ১৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯২ রান তꦓুলে ম্যাচ জিতে যায়। ১ ওভার বাকি থাকতে ৬ উইকেটের ব্যবধানে ম্যাচ জেতে তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।