হ্যাম্পশায়ারের কাছে বড় ধাক্কা খেল বার্মিংহাম বিয়ার্স। বৃহস্পতিবার ভাইটালিটি ব্লাস্টের কোয়ার্টার ফাইনালে একেবারে খড়কুটোর মতোই উড়ে গেল তারা। হ্যাম্পশায়ারের বিরুদ্ধে ১০৪ রানে লজ্জাজনক ভাবে হারল ব্র্যাথওয়েটের বার্মিংহাম। হ্যাম্পশায়ারের ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮২ 🤪রানে গুটিয়ে যায় বার্মিংহ্যামের ইনিংস।
আরও পড়ুন: Vitality blast-ব্যর্থ নারিন,ꦚ শেষ ওভারে পাঁচ রান করতে না 💜পেরে বিদায় সারের
টসে জিতে ব্যাট করতে নেমেছিল হ্যাম্পশায়ারই। ওপেনিং জুটি ৯৩ রানের দুরন্ত পার্টনারশিপ খেলে হ্যাম্পশায়ারকে শক্ত ভিত💜ের উপর দাঁড় করিয়ে দেয়। হ্যাম্পশায়ারের অধিনায়ক জেমস ভিনস ৩১ করে আউট হয়ে যাওয়ার পর ১০০ রানের মধ্যে আরও ২ উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়ে যায় হ্যাম্পশায়ার। আর এক ওপেনার বেন ম্যাকডারম্যাট ৩৬ বলে ৬১ করে সাজঘরে ফেরেন। তবে জো ওয়েদারলের ৩১ বলে ৪৭ এবং রোস হোয়াইলের ১৬ বলে ২৪ রানের হাত ধরে ৬ উইকেটে 🧸১৮৬ করে হ্যাম্পশায়ার। একাই ৪ উইকেট নেন বার্মিংহামের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট।
আরও পড়ুন: তাণ্ডব চালালেন টিম ডে💧ভিড, তবে অধিনায়কোচিত ইনিংসে ম্যাচ জেতালেন পাক তারকা
জবাবে ব্যাট করতে নামলে একের পর এক উইকেট হারাতে থাকে বার্মিংহ্যাম। ক্রিজে কেউ টিকতেই পারেননি। জেমস ফুলার এবং নাথান এলিসদের দাপটে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় বার্মিংহামের ইনিংস। সর্বোচ্চ ১৬ রান করেন অ্যাডাম হোস। পুরো দলের ব্যাটিং লাইন আপ যেন তাসের ঘরের মতোই ভেঙে পড়ে। হ্যাম্পশায়ারের ফুলার ৪ উইকেট💜 নিয়েছেন। নাথান এলিস নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন ব্র্যাড হুইল। ম্যাসন ক্রেন নিয়েছেন ১ উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।