শুভব্রত মুখার্জি: আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে অন্যতম স্কটল্যান্ড। চলতি আইসিসি ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ারে বেশ ভালো ফর্মে রয়েছে তারা। কয়েকদিন আগেই টেস্ট খেলিয়ে দেশ আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়ে চমকে দিয়েছিল। আর এ দিন সেই জয়ের ধারাই তারা বজায় রাখল। সংযুক্ত আরব আমির শাহিকে হারিয়ে দিল স্কটল্যান্ড। আয়ারল্যান্ড ম্যাচে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে অনবদ্য এক জয় এনে দি♒য়েছিলেন মাইকেল লিসাক। আর শুক্রবার বুলাওয়োতে স্কটদের জয়ের নায়ক তাদের অধিনায়ক রিচি বেরিংটন। অধিনায়কোচিত শতরান করে দলের জয়ের ভিত গড়ে দিয়ে এ দিন ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। দিনের শেষে ১১১ রানে UAE কে হারিয়ে দিয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ারে তাদের দ্বিতীয় জয় তুলে নিল স্কটল্যান্ড।
এ দিন প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৮২ রান তোলে। এ দিন একটা সময়ে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল স্কটল্🌠যান্ড। এরপর মাইকেল লিসাকের সঙ্গে জুটি বেঁধে রিচি বেরিংটন দলকে লড়াইতে ফেরান।𝐆 ৬৭ রান যোগ হয় জুটিতে। ৪১ রান করে আউট হয়ে যান মাইকেল লিসাক। ক্রিস গ্রিভসকে এরপর সঙ্গী করে ৫১ রান যোগ করেন তিনি। গ্রিভস আউট হন ২২ রানে। রিচি বেরিংটন ১৩৬ বল খেলে করেন ১২৭ রান। তাঁর ইনিংস ৯ টি চার এবং তিনটি ছয় দিয়ে সাজানো ছিল। ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে একটি ঝড় তোলেন মার্ক ওয়াট। তিনি ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। দলকে লড়াকু স্কোরে পৌঁছে দেন। আমির শাহির হয়ে জুনেইদ সিদ্দিকি তিনটি উইকেট নেন।
জবাবে রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় আরব আমির শাহি। মাত্র ৩৫.৩ ওভারে অল আউট হয়ে যায় গোটা দল। ১৭১ রানেই গুটিয়ে যায় আরব আমির শাহি। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক মহম্মদ ওয়াসিম। বাসিল হামিদ ৩০, আয়ান আফজল খান ২১ এবং কার্তিক মায়াপ্পান ২৩ রানে অপরাজিত থাকেন। প্রত্যেকে শুরুটা ভালো করলেও তাদের ইনিংসকে দীর্ঘায়িত করতে পারেনি। যার ফল ভুগতে হয়েছে দলকে। ১১১ রানের বিরাট ব্যবধানে হারতে হয়েছে দলকে। স্কটল্যান্ডের হয়ে সফইয়ান শারিফ দুরন্ত বোলিং করেন। তিনি মাত্র ২০ রান দিয়ে চার উইকেট শিকার করেন। ম✨্যাচের সেরা নির্বাচিত হন রিচি বেরিংটন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।