অভিষেক টেস্টেই বাজিমাত করলেন যশস্বী জয়সওয়াল। ভারতের তৃতীয় ওপেনার হিসেবে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করেন ২১ বছরের তরুণ। তবে বিদেশের মাটিতে ওপেনার হিসেবে অভিষেক টেඣস্টে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় হলেন যশস্বী। তিনি অভিষেকেই প্রমাণ করে দিলেন, তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল না।
এর আগে অভিষেক টেস্টে ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ'ও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে সেটা ঘরের মাঠে। শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ' অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যথাক্রমে মোহালি এবং রাজকোটে তাঁদের অভিষেক টেস্ট সেঞ্চুরি করেছিলেন। কিন্তু যশস্বী বিদেশের মাঠে গিয়ে🥃 অভিষেক টেস্টে শতরান করে ফেললেন।
রঞ্জি ট্রফি এবং আইপিএলে ভালো খেলার সুবাদেই পর ভারতীয় দলে সুযোগ পান যশস্বী। প্রথম সুযোগেই সেঞ্চুরি হাঁকালেন। আসলে অভিষেকে সেঞ্চুরি করাটাই যেন অভ্যেস করে ফেলেছেন যশস্বী, সেটা ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক মঞ্চ। আবাক✤ হওয়ার মতোই ঘটনা হলেও, এমনই বলছে পরিসংখ্যান।
এক নজরে অভিষেক টুর্নামেন্টে যশস্বীর পরিসংখ্যান:
১) ২০২২ সালের সেপ্টেম্বরে দলীপ ট্রফিতে অভিষেক হয় তাঁর। আর অভিꦺষেক🦩 ম্যাচেই ডাবল সেঞ্চুরি হাঁকান যশস্বী।
২) ২০২২ সালের নভেম্বরে ꧙আবার ইন্ডিয়া-'এ'র জার্সিতে অভিষেক হয় যশস্বীর। সেখানেও তিনি সেঞ্চুরি হাঁকান।
৩) ২০২৩ 😼সালের মার🔜্চ মাসে ইরানি কাপে অভিষেক ম্যাচেও ডাবল সেঞ্চুরি করেন যশস্বী।
৪) আর ২০২৩-এর জুলাইয়ে ওয়েস্ট🦄ে ইন্ডিজের মাটিতে তাদের বিরুদ্ধে অভিষেক ⛦টেস্টে সেঞ্চুরি হাঁকালেন ২১ বছরের তরুণ।
অভিষেক ম্যাচের টুপি পেয়েছিলেন রোহিত শর্মার হাত থেকে। আর তাঁর সঙ্গেই জ🍷ুটি বেঁধে শতরান করেন যশস্বী। মজার ব্যাপার হল, রোহিতও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টেস্ট অভিষ🦹েকে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু সেটা ছিল ২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে।
যশস্বী ১৭তম ভারতীয় ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকালেন। ভারতীয়দের মধ্য꧂ে প্রথম এই কীর্তি গড়েছিলেন লালা অমরনাথ। ১৯৩৩ সালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে শতরান করেছিলেন তিনি। জয়সওয়ালের আগে অভিষেকে টেস্ট সেঞ্চুরি করা শেষ ভারতীয় ছিলেন শ্রেয়স আইয়ার। তিনি ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।